বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
অঞ্জনা
মজুমদার
প্রেমের স্মৃতি
নীড় ভাঙা
পাখি অতীতের স্মৃতি ভুলে
নতুন করে বাসা গড়ে ভালবাসা দিয়ে।
মানুষের মন ভাঙে স্মৃতি মনে রয়ে যায়
তবুও কখনো সে ভোলে না পুরোনো প্রেম।
নতুন করে বাসা গড়ে ভালবাসা দিয়ে।
মানুষের মন ভাঙে স্মৃতি মনে রয়ে যায়
তবুও কখনো সে ভোলে না পুরোনো প্রেম।
No comments:
Post a Comment