বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
প্রাণেশ পাল
দিগন্ত রেখায় ভালবাসা
আবহমান কাল
জুড়ে ভালবাসা খুঁজে যাওয়া
মায়া সভ্যতা থেকে ইনকা সভ্যতা
তোমার সাথে হারিয়ে যাওয়া
হরপ্পা মহেঞ্জোদাড়ো সভ্যতায়!
সুদূর
নীলনদের উপত্যকা থেকে
আমাজন অববাহিকা, তৃষ্ণার্ত
চাতকের প্রতীক্ষায় ভালবাসা
মিশে যায় বঙ্গোপসাগরের উপকূলে!
উদাসী
বেখেয়ালী মন ভালবাসা খুঁজে ফেরে
রাজস্থান, বৃন্দাবনের পথে প্রান্তরে,
বিরহিনী, উন্মাদিনী, প্রেম
পিয়াসী
মীরা, রাধিকা, রাই-সুন্দরীর মাঝে!
বিবাগী
বাউলের একতারার সুর
রাঙামাটির মেঠো পথে,
দিগন্ত
রেখায় ভালবাসা মিশে যায়
অনন্ত প্রেমের রাসলীলায়!
মায়া সভ্যতা থেকে ইনকা সভ্যতা
তোমার সাথে হারিয়ে যাওয়া
হরপ্পা মহেঞ্জোদাড়ো সভ্যতায়!
আমাজন অববাহিকা, তৃষ্ণার্ত
চাতকের প্রতীক্ষায় ভালবাসা
মিশে যায় বঙ্গোপসাগরের উপকূলে!
রাজস্থান, বৃন্দাবনের পথে প্রান্তরে,
মীরা, রাধিকা, রাই-সুন্দরীর মাঝে!
রাঙামাটির মেঠো পথে,
অনন্ত প্রেমের রাসলীলায়!
খুব সুন্দর
ReplyDelete