বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
শম্পা সামন্ত
ভুল
পথে
শিরায় শিরায়
শঙ্খ বাজছে।
আমি অবিকল মানুষের মন নিয়ে গান ধরেছি। যে সুর আমার নয়।
বিড়বিড় করে
বলে যাচ্ছি
আমি মৃত্যুর কাছে এসে গেছি।
চিতার আগুন গায়ে লাগছে।
অথচ মৃত্যু নেই কোথাও, একটাও শব।
এখনো পরিযায়ী সংসার পথের দুধারে বাসা করে।
এখনো দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে আরোহী।
এই দৃশ্যে লোক কাতারে কাতারে দর্শক হয়, ভক্ষক হয়।
গৌরব ফিরে ফিরে সেই পুরোনো দরজা খোঁজে।
সদর দরজার মতো হাটখোলা আদর।
শম্পা সামন্ত
সারারাত
হেঁটে ভোর হলে দেখলাম ভুল পথে হেঁটে এসেছি।
বয়স থেমেছে
অজ গাঁয়ের পাশে।
শিকড়গুলো কুড়িয়ে গুছি করতেই ভেঙে যাচ্ছে গম্বুজ।
আমি অবিকল মানুষের মন নিয়ে গান ধরেছি। যে সুর আমার নয়।
আমি মৃত্যুর কাছে এসে গেছি।
চিতার আগুন গায়ে লাগছে।
অথচ মৃত্যু নেই কোথাও, একটাও শব।
এখনো দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে আরোহী।
এই দৃশ্যে লোক কাতারে কাতারে দর্শক হয়, ভক্ষক হয়।
গৌরব ফিরে ফিরে সেই পুরোনো দরজা খোঁজে।
সদর দরজার মতো হাটখোলা আদর।
No comments:
Post a Comment