বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
ঈশ্বর
ঈশ্বরী খেলা
হীরক বন্দ্যোপাধ্যায়
যতই আলোর দিকে যেতে চাই ততই অন্ধকার নেমে আসে তবু আঁধার পেরিয়ে যেতে হবে
যত দুর্গমই হোক সে পথ
এ খেলা মানুষের এ খেলা ঈশ্বরের আশীর্বাদধন্য
অন্তর্লীন আত্মমগ্ন মণীষার...
রাধা কী ভুলেছে কৃষ্ণের অসম বাঁশির ডাক
দূরে কারো পদধ্বনি বাজে
নিমেষে অতিক্রম করার জন্য এ জীবনে তবু
পায়ে পায়ে সোহাগের বেড়ি...
কোনোখানে কিছু নেই ফুল থেকে পাপড়ি ঝরে পড়ে
বিপুল তরঙ্গ থেকে ছড়িয়ে পড়ে অসহিষ্ণুতার বিষ
সতত ক্রোধ হিংসা রেখে নৌকোর পালে জিঘাংসার
হাড়মাস শুধু, ঈশ্বর ঈশ্বর এ খেলায় হারজিত নেই
জন্ম ও মৃত্যু নেই
এইসব চিরকাল নিরবধি তুলনারহিত অগম্য বাসনা নিয়ে আমি যাবো তবু যে আছে অপেক্ষা করে...
No comments:
Post a Comment