প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Wednesday, February 12, 2025

মানুষ আসলে বদলে যায় না | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
মানুষ আসলে বদলে যায় না

মানুষ আসলে বদলে যায় না, পদ্ধতি বদলায় 
কৌশল বদলায় হকিকত বদলায়...


অথচ আমার এখনো বলতে ইচ্ছে করে শুধু
তুমি আমার সঙ্গে থাকো তা হলেই হবে
প্রতিদিন ভোরের রোদে বেঁচে ওঠার মতো 
আলোর গভীরে বিরল চান করার মতো
সাদা আকাশ আর কালো দুঃখ নয় 
দীর্ঘ কুয়াশা পেরিয়ে বনকর্পূরের মতো সুগন্ধ 
লেগে থাকুক সারা অঙ্গ প্রত্যঙ্গে মূর্ত বিভঙ্গে 
তবে একটা কথা বলা দরকার আমিও কিন্তু বদলে যাচ্ছি মনে রেখো সে বদল ঠিক বদল নয়
এককে আমি দুই করি না দুইকে করি এক
শুধু ভালবাসার প্রয়োজনে এ অনন্য শূন্যে জন্মায় প্রত্যয়...
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)