বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৮তম
সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ
| অমরেন্দ্র চক্রবর্তী | উপদ্রুত
অমরেন্দ্র চক্রবর্তী
উপদ্রুত
সারা দুপুর
এইসব উপদ্রবের চিহ্ন দেখি,
টের পাই—
ইস্তিরি করা পোশাকের মতো
পরিপাটি কথার ভিড়ে
আমার মাথা ভার হয়ে আছে।
নেতা-নেত্রীরা আজ সবচেয়ে বেশি মিথ্যা বলে।
মেঘের আওয়াজকেও তাই মনে হয় সাজানো-গোছানো।
এভাবে থাকতে
থাকতে ভয় হয়
একদিন হঠাৎ কখনো
এইট-বি বাসস্ট্যান্ডের কিউয়ে দাঁড়িয়ে
বজ্রবিদ্যুৎসহ ফেটে পড়বো না তো!
অমরেন্দ্র চক্রবর্তী
আমাদের
পাড়ায় একটা খুব প্রাচীন তেঁতুলগাছে
পাখিদের
বাসার খড়কুটো
ছড়িয়ে-ছিটিয়ে
পড়ে আছে
কাঠবিড়ালিরাও
ভয়ে দিগ্বিদিক ছোটে।
বন্ধ গার্লস
স্কুলের দরজায় ভুল বানানে আলকাতারার লেখা।
ইস্তিরি করা পোশাকের মতো
পরিপাটি কথার ভিড়ে
আমার মাথা ভার হয়ে আছে।
নেতা-নেত্রীরা আজ সবচেয়ে বেশি মিথ্যা বলে।
মেঘের আওয়াজকেও তাই মনে হয় সাজানো-গোছানো।
একদিন হঠাৎ কখনো
এইট-বি বাসস্ট্যান্ডের কিউয়ে দাঁড়িয়ে
বজ্রবিদ্যুৎসহ ফেটে পড়বো না তো!
No comments:
Post a Comment