প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Thursday, February 13, 2025

ভুল করো না | উৎপলেন্দু দাস

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
উৎপলেন্দু দাস
 
ভুল করো না
 

চোখের আড়াল হলেই দরজা বন্ধ করতে নেই
অপেক্ষা করে দেখ ফিরে আসে কিনা
হয়তো চায়নি চলে যেতে

হয়তো বাতাস বয়ে ছিল এলোমেলো
হয়তো উড়েছিল ধুলো
পড়েছিল বৃষ্টি ফোঁটা ফোঁটা
আকাশে হাজির হয়েছিল মেঘের দেওয়াল
কিছুই দেখনি অন্ধ তুমি।
 
যদি ফিরে আসে আবার মেঘ সরে গেলে
না খুঁজে পায় তোমাকে চাঁদ উঠলে
নক্ষত্ররা করবে হা-হুতাশ দীর্ঘশ্বাস ফেলে
এ সবই গোপন অপ্রকাশ্য বিষয়
সাক্ষী থাকে শুধু আন্দোলিত অলিন্দ নিলয়
একটু উষ্ণতার আমরণ বাসনায়।
 

1 comment:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)