বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
উৎপলেন্দু দাস
ভুল
করো না
চোখের আড়াল
হলেই দরজা বন্ধ করতে নেই
অপেক্ষা করে
দেখ ফিরে আসে কিনা
হয়তো চায়নি চলে যেতে
হয়তো বাতাস বয়ে ছিল এলোমেলো
হয়তো উড়েছিল ধুলো
পড়েছিল বৃষ্টি ফোঁটা ফোঁটা
আকাশে হাজির হয়েছিল মেঘের দেওয়াল
কিছুই দেখনি অন্ধ তুমি।
যদি ফিরে
আসে আবার মেঘ সরে গেলে
না খুঁজে পায় তোমাকে চাঁদ উঠলে
নক্ষত্ররা করবে হা-হুতাশ দীর্ঘশ্বাস ফেলে
এ সবই গোপন অপ্রকাশ্য বিষয়
সাক্ষী থাকে শুধু আন্দোলিত অলিন্দ নিলয়
একটু উষ্ণতার আমরণ বাসনায়।
হয়তো উড়েছিল ধুলো
পড়েছিল বৃষ্টি ফোঁটা ফোঁটা
আকাশে হাজির হয়েছিল মেঘের দেওয়াল
কিছুই দেখনি অন্ধ তুমি।
না খুঁজে পায় তোমাকে চাঁদ উঠলে
নক্ষত্ররা করবে হা-হুতাশ দীর্ঘশ্বাস ফেলে
এ সবই গোপন অপ্রকাশ্য বিষয়
সাক্ষী থাকে শুধু আন্দোলিত অলিন্দ নিলয়
একটু উষ্ণতার আমরণ বাসনায়।
অসাধারণ! 👌🙏
ReplyDelete