বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৮তম
সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ
| অমরেন্দ্র চক্রবর্তী | গ্রাম-বাংলার ঋতুরঙ্গ
অমরেন্দ্র চক্রবর্তী
গ্রাম-বাংলার
ঋতুরঙ্গ
শহরে জমির
দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
পোড়া বস্তির বুকে এবছরই সারি সারি বহুতল শুরু হবে
প্রোমোটারের
সদ্য তরুণ ছেলে তার দুই সঙ্গিনীর কাঁধ ও কোমর জড়িয়ে
আরেকটি পানশালার দিকে টলতে টলতে এগোয়।
আজ এসব
দেখতেই হয় আমাকে,
রাস্তায়
রাস্তায় আজ আমার রাত কাটে।
শিয়ালদা থেকে আমার বাড়ি ফেরার লাস্ট ট্রেন চলে গেছে।
শীতের পর
বসন্তে এবার ফুল পোড়ানোর গন্ধ।
গ্রীষ্মে গ্রামের পর গ্রাম মাটি বুক ফাটিয়ে কাঁদে।
বর্ষায়
হামাগুড়ি দিয়ে এসে
জলদৈত্য আমাদের গ্রাম ভাসিয়ে নিয়ে যায়।
অমরেন্দ্র চক্রবর্তী
এবার শীতের শুরুতেই
কাঁথা পোড়ার গন্ধে বাতাস ভারী,
পোড়া বস্তির বুকে এবছরই সারি সারি বহুতল শুরু হবে
আরেকটি পানশালার দিকে টলতে টলতে এগোয়।
শিয়ালদা থেকে আমার বাড়ি ফেরার লাস্ট ট্রেন চলে গেছে।
গ্রীষ্মে গ্রামের পর গ্রাম মাটি বুক ফাটিয়ে কাঁদে।
জলদৈত্য আমাদের গ্রাম ভাসিয়ে নিয়ে যায়।
ভালো কবিতা
ReplyDelete