প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Wednesday, July 23, 2025

চিঠিটা এখনো আমি পড়ি | জাকিয়া রহমান

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
জাকিয়া রহমান
 
চিঠিটা এখনো আমি পড়ি

সে চিঠিটা এখনো আমি পড়ি, প্রতিটি লাইন, শব্দ, অক্ষর আমি পড়ি
পড়েছি কতবার! কিন্তু সেদিন, সে বহুদিন আগে সেই চিঠিটা
কুটি কুটি করে ছিঁড়েছিলাম, ছুঁড়েছিলাম সবুজ ঘাসের পর।


মনে হয়েছিল যেন ছোট ছোট টুকরো কাগজগুলো,
আমার মনের ভিতর স্বপ্নের নীলতারা-জ্বলা আসমানে-
টেনেছে বিষাদের কৃষ্ণছায়া আর বিষন্নতা, আমার সমস্ত সত্ত্বায়।
শঙ্কা ছিল, ঝোড়ো হাওয়ায় টুকরো টুকরো কাগজগুলি-
যদি আবার হয়ে উঠে স্তূপীকৃত জঞ্জাল, মনের সুগন্ধ ভরা কোণায়?
সহ্য হয়নি আমার মনের আকাশটা বিষাদে ভরেছে বলে,  
তাই আবার কুড়িয়ে নিলাম কাগজের টুকরোগুলি-
ছুঁড়ে দিলাম গনগনে চুলায়, কাঠের আগুনে পুড়ছিল, কাঠ হচ্ছিল ছাই।    
ছোট ছোট টুকরোগুলো জ্বলে জ্বলে হয়ে গেল খাক!  
আগুনের হলকায় মনে হল, ভেসে গেল চিঠিতে লেখা ছোট ছোট শব্দগুলি,
অক্ষরগুলো পড়ল খসে। ভস্মীভূত!
তারপর আগ্নিশিখার পেঁচানো কুণ্ডলী গ্রাস করল সব অক্ষর, শব্দ, বাক্য।  
দেখি আবার জন্ম নিলো পেঁচানো ধোঁয়ার কুণ্ডলীতে পুনরায় সব বাক্য।  
আমার চোখের সামনে, আমি পড়লাম বার বার! স্তম্ভিত!  
দেখলাম পেঁচানো ধোঁয়ার কুণ্ডলীতে সেই বিদ্রুপের হাসি,  
চিরকাল কটাক্ষ করে চেয়ে রইল আমার দিকে
আর সে বাক্যগুলি আমি এখনো পড়ি
সে চিঠিটা আর নেই তবুও, আমি পড়ি প্রায়াশই।
 

10 comments:

  1. "তারপর আগ্নিশিখার পেঁচানো কুণ্ডলী গ্রাস করল সব অক্ষর, শব্দ, বাক্য।
    দেখি আবার জন্ম নিলো পেঁচানো ধোঁয়ার কুণ্ডলীতে পুনরায় সব বাক্য।"

    ReplyDelete
    Replies
    1. মন্তব্যের জন্য দারুণ আনন্দিত!

      Delete
  2. অসাধারণ সুন্দর একটা চিঠি লেখা ❤️

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক শুভেচ্ছা। আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা।

      Delete
  3. খুব সুন্দর হয়েছে জাকিয়া।

    ReplyDelete
    Replies
    1. অনুপ্রেরণা পেলাম। আন্তরিক শুভেচ্ছা।

      Delete
  4. স্মৃতির পাতায় বারবার জেগে ওঠে
    শব্দের যন্ত্রণা,
    ধোঁয়া নয়, মনের বিকার নয়,
    জীবন্ত হয়ে যায় অতীতের দৃশ্যপট।
    খুব সুন্দর লিখেছেন কবি বন্ধু। বেশ ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. মুগ্ধতা! ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা জানবেন বন্ধু।

      Delete
  5. খুব সুন্দর প্রকাশ

    ReplyDelete
    Replies
    1. দারুণ ভালো লাগলো আপনার মন্তব্য। অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা।

      Delete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)