প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Saturday, July 26, 2025

আমাদের বিবাহ বিচ্ছেদের দিন | সুস্মিতা পাল

বাতায়ন/ডিভোর্স/অনুবাদ কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | অনুবাদ কবিতা
সুস্মিতা পাল
 
আমাদের বিবাহ বিচ্ছেদের দিন
 
মূল কবিতা- রুথ লেপসন
দ্য ডে অফ আওয়ার ডিভোর্স হিয়ারিং
 

রেস্তোরাঁয় দুপুরে দারু খাওয়ালে!
পরস্পর আমরা বোধহয় এত মরমী
আগে কখনো ছিলাম না।


"তুমি রকম আছ, অগোছালো।"
বলে উঠলে, দুজনেই মন খুলে হাসলাম।
তারপর পার্কিং লটে দাঁড়িয়ে
শেষ কথাটা আমাকে বলতে বললে।
খুব ক্লান্ত লাগছিল, চিরকাল সবকিছু গোছাতে গোছাতে।
"তুমি বলো"।
তুমি একটাও শব্দ ভেবে পেলে না।
তাই আমাদের সাদা গাড়িটার দিকে এগিয়ে গেলে। আমিও লাল গাড়ির সামনে।
এসব তিনবছর আগের কথা।
এখন অসব শুধুই যেন গল্প।
শেষের দিনগুলোতে মনে হত,
আমরা যেন একসঙ্গে থাকিই না।
কিন্তু সেইদিন আমরা কী সদয় যে ছিলাম।
যখন সবকিছুই অর্থহীন।
 

1 comment:

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)