বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
কবি
কোথায় যাবে—
আমি যাইনি
প্রয়োজন মনে করিনি
কাল থেকে আবার কি খাতা
পরের কুম্ভের জন্য?
বইমেলা ফাঁকা পড়ে থাকে
ভিড় শুধু খাবারের স্টলে
বাকি সব কুম্ভতে গ্যাছে
আমি কোথায় যাই?
প্রেমিক-প্রেমিকা আছে
রাস্তায়—
সরস্বতী পূজা–
মাস্তান-মাফিয়া-দালাল
এরাই পুজো করে আজ
কারখানা-লোকাল পাড়ার দাদা
সরস্বতী রাশ এদের হাতে
এরাও কুম্ভতে গিয়েছে
আমি কোথায় যাই?
কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
সকলেই কুম্ভতে গ্যাছে
ডুব দেয়, পাপ ধোবে বলে
সকলেই পাপ ধুতে যায়
তাহলে এত পাপ ছিল
প্রয়োজন মনে করিনি
পরের কুম্ভের জন্য?
ভিড় শুধু খাবারের স্টলে
বাকি সব কুম্ভতে গ্যাছে
আমি কোথায় যাই?
মাস্তান-মাফিয়া-দালাল
এরাই পুজো করে আজ
কারখানা-লোকাল পাড়ার দাদা
সরস্বতী রাশ এদের হাতে
এরাও কুম্ভতে গিয়েছে
No comments:
Post a Comment