বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
রবীন্দ্রনাথ দে
এসেছে
শরৎ
যখন মুঠো ভরা শিউলি
তুলে দিতাম তোমার ওই কোমল হাতে,
আর তোমার সেই হাত যখন
আমার উষ্ণ ঠোঁট স্পর্শ করত,
তখন এক সমুদ্র ভালবাসা যেন
উথালপাতাল ঢেউ হয়ে আছড়ে পড়ত আমার বুকে।
এমনই এক শরতেই
স্বাতী নক্ষত্রকে সাক্ষী রেখে
আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে
আমার অপেক্ষায় থাকবে তুমি হাজার বছর,
আর আমি তোমারই প্রতীক্ষায়
থাকব অনন্তকাল।
কিন্তু তুমি কথা রাখোনি, ঝড়ে পড়া শিউলির মতোই
আমাকে ছেড়ে চলে গেলে অবহেলে।
শারদ | কবিতা
রবীন্দ্রনাথ দে
মেঘের ওড়না সরিয়ে শরতের নীল
আকাশে
প্রকৃতি এখন অনেক ঝলমলে।
সাদা মেঘেরা পেঁজা তুলোর মতো
আকাশে ভেসে বেড়ায়, আকাশে বাতাসে আজ
আগমনি আগমনির বার্তায় মুখর,
জানিয়ে দেয় মা আসছেন,
তুলে দিতাম তোমার ওই কোমল হাতে,
আমার উষ্ণ ঠোঁট স্পর্শ করত,
আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে
আমার অপেক্ষায় থাকবে তুমি হাজার বছর,
কিন্তু তুমি কথা রাখোনি, ঝড়ে পড়া শিউলির মতোই
আমাকে ছেড়ে চলে গেলে অবহেলে।
No comments:
Post a Comment