বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
নজর উল
ইসলাম
অক্ষরের
আশ্রয়
যদি আকাশটা ছাতা হয় কারও কী
আকুতি থাকে মাথা ভেজে না কিন্তু শরীর তো জলের জাদুতন্ত্রে ভাসে
পিছলে যাওয়া এক ছায়ামায়ার নিপুণ খেলা
হারজিৎ অস্তিত্বে লড়াই থেকে যায়
দেখ পাখিরাও এক আকাশভরা
প্রজাতি
কত জীবন এভাবেই ডুবছে ভাসছে ডুবছে
বোঝ, ঘাম-জল নেই কী নিবিড় গলাগলি
ঠিক গাছেদের নিসর্গ সাজানো যেন
আর আমাদের সকাল ভাঙতে দুপুর
ভাঙতে রাতদিন
কত যে মন-ফুলদানি ভেঙে যায় কত আড়ালপর্ব
ছলজলে মিশিয়ে প্রমাণ করি সস্তার বোধিগাছ
মহান যাপন চিনিয়ে দিতে হয় একাত্ম...
তৈমুর খান সংখ্যা | কবিতা
পিছলে যাওয়া এক ছায়ামায়ার নিপুণ খেলা
হারজিৎ অস্তিত্বে লড়াই থেকে যায়
কত জীবন এভাবেই ডুবছে ভাসছে ডুবছে
বোঝ, ঘাম-জল নেই কী নিবিড় গলাগলি
ঠিক গাছেদের নিসর্গ সাজানো যেন
কত যে মন-ফুলদানি ভেঙে যায় কত আড়ালপর্ব
ছলজলে মিশিয়ে প্রমাণ করি সস্তার বোধিগাছ
মহান যাপন চিনিয়ে দিতে হয় একাত্ম...

No comments:
Post a Comment