বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
রতনলাল
আচার্য্য
সময়ের
জাতপত্র...
অবিচল বিশ্বাস। ক্ষণিকের
দীর্ঘশ্বাস। সবই একাকার আজ সময়ের কাছে। নিরন্নের ঘরের ক্ষুধার্ত ভগবানকে আবারও
চাইছি রঙ্গমঞ্চে। কল্কি অবতারের অশান্ত রাত্রির শেষ প্রহরে চিতাভস্ম মেখে বসে আছি
তোমার প্রতীক্ষায়। চাঁদ ওঠেনি এখনও। কবে হবে চন্দ্রিমায় স্নান?
বীরত্বের খেতাব নেই জীবনের
জাবেদায়। সূর্যটা বৃথাই জ্বলছে অবিরত। আড়মোড়া ভেঙে জেগে ওঠার তাগিদ
নেই। আমরা যে সবাই ছিন্নমস্তার সন্তান। মাতৃজঠর ছিন্ন করে বেরিয়ে আসব কবে? জানে মহাকাল।
প্রকারান্তরে আমিও
জ্ঞাতিশত্রু। অস্বীকার করার উপায় নেই কিছুতেই। বহু সাধ করে বানানো মিষ্টান্নের
পাত্রে আবারও মুর্চ্ছা যায় বিষণ্ন মাছি। কারণবারির নেশা এখনও কাটেনি কিছুতেই।
শিয়রে জ্বলুক মোমের প্রদীপ।
আমরা তো বিজ্ঞ হব না কিছুতেই। প্রতাপী সময়ের আশীর্বাণী লেখা থাক জীবনের খাতায়।
দুচোখ বন্ধ করেই ছুটে যাব কালরাত্রির পিছু পিছু।
তৈমুর খান সংখ্যা | কবিতা

No comments:
Post a Comment