বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১১তম সংখ্যা/৮ই আষাঢ়, ১৪৩০
কবিতা
সৈয়দ হাসমত জালাল
আলো
এ কি গভীর রাতের একটি শুভ্র ফুল
আলো হয়ে ফুটে আছেসে এক আশ্চর্য রূপসী মুখের লাবণ্যবিভা
ঈষৎ ঝুঁকেছে সামনে, করতলে নম্র কপোল
আরক্ত গোলাপ-পাপড়ির মতো দুটি ঠোঁট বেয়ে
খুব মৃদু চাপা হাসি উপচে পড়ছে
তার ঢেউ খেলে যাচ্ছে নরম দু-চোখে
গড়িয়ে পড়ছে কবির শাদা পাতাটিতে—
গভীর অন্ধকারের মতো কালো চুলের প্রপাত
গড়িয়ে নেমেছে মুখের একপাশ দিয়ে
অনামিকা থেকে ঠিকরে উঠছে হিরের দ্যুতি
এ গাঢ় রাত্রিতে কবি শব্দের গভীরে জাগিয়ে রাখে
সেই অনির্ণেয় জ্যোৎস্নানীলিমা
সে আলোয় জেগে থাকে চরাচর, ঘুমোতে পারে না
অসাধারণ কবিতা
ReplyDelete