বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১১তম সংখ্যা/৮ই আষাঢ়, ১৪৩০
কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য্য চৌধুরী
বৃষ্টি
বৃষ্টি নামুক, এই পৃথিবী জুড়িয়ে যাক—
প্রখর তাপের জ্বালার পরে স্বস্তি পাক।
পুড়ছে সবই, উড়ছে যেন গরম ছাই,
এই মাটি আজ সত্যিকারের কঠিন ঠাঁই।
জ্বলছে শহর, আকাশ বাতাস রোদ্দুরে—
খুশির মতোই বৃষ্টি তুমি কদ্দূরে?
এবার নামো, শান্তি পাবে বেবাক লোক—
হাওয়া গরম হোক না যতই, ঠান্ডা হোক।
ঝোড়ো হাওয়ায় তোমার নিশান উড়িয়ে দাও—
বাদল মেঘে বজ্র মাদল বাজিয়ে যাও।
অঝোর ধারায় বৃষ্টি তুমি ভেজাও সব—
তপ্ত মাটি তোমার ধারায় হোক সরব।
অনেক হল জীবনভর এই তাপ আঁচে—
এবার যেন তোমার ছোঁয়ায় মন বাঁচে।
ভেজাও এবার বাইরে মনে আরেকবার,
ঝড়-বাদলে সব ঢেকে হোক অন্ধকার।
প্রখর তাপের জ্বালার পরে স্বস্তি পাক।
পুড়ছে সবই, উড়ছে যেন গরম ছাই,
এই মাটি আজ সত্যিকারের কঠিন ঠাঁই।
খুশির মতোই বৃষ্টি তুমি কদ্দূরে?
এবার নামো, শান্তি পাবে বেবাক লোক—
হাওয়া গরম হোক না যতই, ঠান্ডা হোক।
বাদল মেঘে বজ্র মাদল বাজিয়ে যাও।
অঝোর ধারায় বৃষ্টি তুমি ভেজাও সব—
তপ্ত মাটি তোমার ধারায় হোক সরব।
এবার যেন তোমার ছোঁয়ায় মন বাঁচে।
ভেজাও এবার বাইরে মনে আরেকবার,
ঝড়-বাদলে সব ঢেকে হোক অন্ধকার।
ভালো হয়েছে।
ReplyDeleteভালো লাগলো ধন্যবাদ 🍁🌿
ReplyDeleteঅনেক ধন্যবাদ। 😊
ReplyDelete