প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, June 24, 2023

বৃষ্টি | সুদেষ্ণা ভট্টাচার্য্য চৌধুরী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১১তম সংখ্যা/৮ই আষাঢ়, ১৪৩০

কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য্য চৌধুরী

বৃষ্টি


বৃষ্টি নামুক, এই পৃথিবী জুড়িয়ে যাক—
প্রখর তাপের জ্বালার পরে স্বস্তি পাক।
পুড়ছে সবই, উড়ছে যেন গরম ছাই,
এই মাটি আজ সত্যিকারের কঠিন ঠাঁই।

জ্বলছে শহর, আকাশ বাতাস রোদ্দুরে—
‌‌খুশির মতোই বৃষ্টি তুমি কদ্দূরে?
এবার নামো, শান্তি পাবে বেবাক লোক—
হাওয়া গরম হোক না যতই, ঠান্ডা হোক।
 
ঝোড়ো হাওয়ায় তোমার নিশান উড়িয়ে‌ দাও—
বাদল মেঘে বজ্র মাদল বাজিয়ে যাও।
অঝোর ধারায় বৃষ্টি তুমি ভেজাও সব—
তপ্ত মাটি তোমার ধারায় হোক সরব।
 
অনেক হল জীবনভর এই তাপ আঁচে—
এবার যেন তোমার ছোঁয়ায় মন বাঁচে।
ভেজাও এবার বাইরে মনে আরেকবার,
ঝড়-বাদলে সব ঢেকে হোক অন্ধকার।

3 comments:

  1. ভালো হয়েছে।

    ReplyDelete
  2. ভালো লাগলো ধন্যবাদ 🍁🌿

    ReplyDelete
  3. Sudeshna B ChowdhuryJune 28, 2024 at 9:06 PM

    অনেক ধন্যবাদ। 😊

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)