বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়,
১৪৩০
কবিতাণু
শ্রীময়ী চক্রবর্তী
[চারটি অণুকবিতা]
ধর্মফল
ধর্মফলে পচনের দাগ সুস্পষ্ট
বিদায়
লগ্ন
সূর্যাস্ত দেখতে চায় না মন
মধ্য গগনে বিদায় নেওয়া সহজ কথা নয়
দিশা
কুলুঙ্গির আঁধার দূর করতে
রেখে আসি কিছু কবিতা গুচ্ছ
গভীরতা
আলোকিত বাড়ির ভিত লুকিয়ে থাকে
সুগভীর অন্ধকারে
ভালো হয়েছে।
ReplyDelete