বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১১তম সংখ্যা/৮ই আষাঢ়, ১৪৩০
কবিতা
সৌহার্দ সিরাজ [বাংলাদেশ]
তৃষ্ণা বিষয়ে জলের হিসাব
মানব সরোবরে জন্মের ইতিহাস ঘুমিয়ে
এটা কারো ভোলার কথা নয়!
সরোবরের জলকণাগুলো বিশেষ নিয়মে চলাচল করে,
কোথায় যেন দেখলাম বহু পুরাতন তৃষ্ণা আধুনিক সমাজের
চিন্তা মাথায় নিয়ে হামাগুড়ি দিচ্ছে।
যৌথ উপস্থিতির প্রবণতা বিষয়ক অধিকার
মনোভাব বদল করে করে
কিছু একটা করতে চাইছে
কুয়াশার চোখ খুলে রাখো
ঘুম ভেঙে গেলে আশ্চর্য নীল বছরগুলো একবার দেখে নিও
ভালো লাগল - জয়িতা
ReplyDelete