বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১২তম
সংখ্যা/১৫ই আষাঢ়, ১৪৩০
কবিতা
তীর্থঙ্কর সুমিত
ভোকাট্টা
হয়তো ভুলে যাব
টিকে থাকার লড়াইয়ে আমরা সবাইপা বাড়িয়েছি
হয়তো ভুলে যাবে
জীবনের এক একটা ধাপে
ত্রিভুজ-চতুর্ভুজ-বৃত্ত
সবই হাত ধরে শেখা
অথচ সেই হাতেই আজ…
ঘুড়ি উড়ছে
আমরা সমস্বরে ভোকাট্টা—
No comments:
Post a Comment