বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১২তম সংখ্যা/১৫ই আষাঢ়, ১৪৩০
কবিতা
শান্তা ভট্টাচার্য
আক্ষেপের সাইরেন
ছুটতে ছুটতে কখন বিকেলটা পালিয়ে গেল জীবনের ভাঁজ থেকে।
থোকা থোকা ফুলের মতো স্বপ্নগুলো মলাটবন্দি হয়ে রইল।
নীল আকাশ দেখতে যে মেয়েটা পাগল হয়ে বয়ে বেড়াত মনডিঙি, সে
ক্লান্ত অকর্মণ্য জীবনদর্শনে।
ভোর চুরি হয়ে যায় রোজ রাতঘুম পালানো চোখের কাছে
সময়ের সাইরেন বেজে চলে আক্ষেপের করিডরে।
দিল ঢুঁড়তা হ্যায় ফিরয়ে
কোনও এক ফুরসতে ভূপিন্দর জী চলে যাবার সময়ে অলস জলের ফোঁটা অভিমানে গড়িয়ে পড়ে চোখ থেকে।
আকাশ ফুরোয়, বাতাস রং পাল্টায়,
পড়ে থাকে একচিলতে সুরে ধোয়া স্মৃতি।
থোকা থোকা ফুলের মতো স্বপ্নগুলো মলাটবন্দি হয়ে রইল।
সময়ের সাইরেন বেজে চলে আক্ষেপের করিডরে।
কোনও এক ফুরসতে ভূপিন্দর জী চলে যাবার সময়ে অলস জলের ফোঁটা অভিমানে গড়িয়ে পড়ে চোখ থেকে।
পড়ে থাকে একচিলতে সুরে ধোয়া স্মৃতি।
ভালো লাগল।
ReplyDeleteঅনেক ধন্যবাদ বাতায়নকে।
ReplyDeleteবাহ
ReplyDeleteখুব ভালো দিদি। - জয়িতা
ReplyDelete