বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
খগেশ্বর দাস
স্মৃতির নদী
স্মৃতির নদীতে ভেসে যাচ্ছে অসম্পূর্ণ ডায়েরিটা
মলাটে অস্পষ্ট কিছু ছায়া অবয়ব
দু'একটি রেখা বিন্দু
আর আছে অগ্রন্থিত সাদামাটা দিন।
নিরানন্দের গোপন স্বরলিপি চুঁইয়ে চুঁইয়ে
বিষণ্ণ বিধুর ঝরে জলের পাতায়
শোকের নিস্তব্ধ গান স্রোতের অলিন্দে
দৃষ্টির অদূরে ছায়া ছায়া ম্রিয়মান নামের তালিকা।
আঁখির বিহ্বল স্বভাব খোঁজে জলীয় নীরব পরিসর
কলস্বরে আনমনা সুরের অগাধ
অতল জলের নিরুদ্দেশে
বোঝা না বোঝার মুগ্ধ শৈবালেরা আর কিছু নয়
শুধু জানে নিমজ্জন
পরিত্যক্ত অবোধ কথারা অসহায় ভেসে যায় দূরে।
মলাটে অস্পষ্ট কিছু ছায়া অবয়ব
দু'একটি রেখা বিন্দু
আর আছে অগ্রন্থিত সাদামাটা দিন।
বিষণ্ণ বিধুর ঝরে জলের পাতায়
শোকের নিস্তব্ধ গান স্রোতের অলিন্দে
দৃষ্টির অদূরে ছায়া ছায়া ম্রিয়মান নামের তালিকা।
আঁখির বিহ্বল স্বভাব খোঁজে জলীয় নীরব পরিসর
কলস্বরে আনমনা সুরের অগাধ
অতল জলের নিরুদ্দেশে
বোঝা না বোঝার মুগ্ধ শৈবালেরা আর কিছু নয়
শুধু জানে নিমজ্জন
পরিত্যক্ত অবোধ কথারা অসহায় ভেসে যায় দূরে।
ভালো লাগলো।
ReplyDelete