প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ছেলেখেলা | নজর উল ইসলাম

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা নজর উল ইসলাম   ছেলেখেলা   পৃ...

Saturday, October 7, 2023

শারদ | হাইকু |শরতে | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতাণু/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতাণু | হাইকু
দেবকুমার মুখোপাধ্যায়

শরতে


১)
বকের সারি
শিউলি-আলপনা
ঢাক বাজছে।
 
২)
কাশের দোলা
তুলো-মেঘ উড়ছে
মণ্ডপে দুর্গা।
 
৩)
ধানের চারা
টইটুম্বুর নদী
ছুটিরা ডাকে।
 
৪)
সবুজ পাতা
আকাশ ঝকঝকে
নতুন সজ্জা।

4 comments:

  1. খুব সুন্দর।

    ReplyDelete
  2. সুন্দর ছত্রে ছত্রে রূপবান হয়ে ফুটে আছে দেবকুমার বাবুর কবিতার অঙ্গে অঙ্গে।
    ....ডা. নীলাদ্রি বিশ্বাস।

    ReplyDelete
  3. ক'টি শব্দে অনুপম চিত্র। ধন্যবাদ।

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)