সাদা মেঘের বুকে নীল কালিতে লেখা
আমার ঘনিষ্ঠ বন্ধুরা অনুমান করতে পারছিল কিছু। কাশ আন্দোলিত হচ্ছিল উল্লাসে, পদ্ম স্মিত হাসছিল দীঘিতে আর তোমার সখীরাও ধানের শিষে পরিয়ে দিচ্ছিল শিশিরের ফোঁটা। সোনায় সজ্জিত হচ্ছিল পৃথিবী।
কিন্তু একদিন তুফান এলো। আমার সব চিঠিতে কালো আলকাতরা ঢেলে
দিল। কালো কালো অসুর আকাশ দাপিয়ে বেড়াল। আমরা কে কোথায় হারিয়ে গেলাম! আবার শান্ত হল
ধরণী। আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল মায়ের আগমনী বার্তা। আবার সাদা মেঘ এলো, নীল কালি এলো,
চিঠিও লেখা হল; কিন্তু তুমি? ঠিকানা বদলে নিলে। নিষিদ্ধ ঠিকানা। মেঘেরা অপেক্ষা করে
করে চলে যায়, তোমার তাকানোর সময় নেই।
স্কুলবেলার বন্ধুরা মাঝে মাঝে জানায় তোমার খবর। তুমি ভাল আছ, আনন্দে আছ, শিক্ষিকা হয়েছ— বেশ বেশ।
আজ ইচ্ছে হোলো তোমার স্কুলের ঠিকানায় চিঠি লিখি। স্কুলবেলায় যা শুরু হয়েছিল, স্কুল প্রাঙ্গণে তার পরিসমাপ্তি হোক বা পুনরুত্থান।
আজ মনে করাতে হচ্ছে বলে খুব কষ্ট— তুমিই প্রথম লিখেছিলে, “আই লাভ ইয়্যু।”
আমার জমানো সব ভালবাসা আজ নিয়ে নাও। আমাকে নিঃস্ব করে দাও।
ইতি—
মিষ্টি লেখা
ReplyDeleteঅসাধারণ...
ReplyDelete