প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, October 7, 2023

শারদ | আবাহন | শিপ্রা ভট্টাচার্য

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা

শিপ্রা ভট্টাচার্য


আবাহন


মূর্তিপাড়ায় রং লেগেছে দুগ্গা মায়ের ছাঁচে,
বাঁশের খাঁচায় চড়ছে ত্রিপল, ঢ‍্যাং কুরকুর নাচে।
কাশের আভা মলম বোলায় বাস্তবতার আঁচে,
ঢাকি’রা সব শহরমুখী, যাতে অর্থনীতি বাঁচে।
 
নীল আকাশে মেঘ চলেছে সরিয়ে দ্বিধা দ্বন্দ্ব
ছোট্ট শিশুর নতুন জামায় পুজো পুজো গন্ধ।
দিনগুলো যায় এমনভাবে, যেন শিউলি ঝরার ছন্দ-
বই-এর পড়ায় মন বসে না, এখন পড়া বন্ধ।
 
যে চাষিটার জমি গেল কোমর জলের তলায়,
যে শিশুটি গুনছে প্রহর জলের উপর, ভেলায়-
তাদের চোখেও স্বপ্ন ছিল সুখের দিনের আশায়,
ভাগ‍্য নদী কূল ছাপিয়ে সেই স্বপ্নগুলোই ভাসায়।
 
এবার মা’গো এদের পাড়ায় আসিস কিছুক্ষণ
সহায় হয়ে এদের পাশেও থাকিস কিছুক্ষণ।
আড়ম্বরের আলিঙ্গনে যতই থাকুক জমক
চোখের জলেই লুকিয়ে থাকে প্রাণের নিমন্ত্রণ।
 

2 comments:

  1. ভালো লাগলো, ভাগ্নি তোমার লেখা। শুভেচ্ছা রইল।

    ReplyDelete
  2. এর চেয়ে আনন্দের কিছু হয়না। আমি just খুলেছি link টা আর দেখি এতো সুন্দর একটা উপহার অপেক্ষা করে আছে। কি যে আনন্দ হচ্ছে... আমার অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম নিও...

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)