বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
গল্পাণু
কিশোর
ঘোষাল
গিরগিটি
রাম
দৌড়তেদৌড়তে এসে হাঁফিয়ে থামল, বলল, ‘ওগো-বাবা-গো, ঝোপ থেকে বেরিয়ে, এত্তো-বড়ো কী
একটা এসে আমার পায়ে কুটুস কামড়ে দিল!’
যদু বলল, ‘কী
একটা, কী রে? কী কামড়াল, তাকিয়ে দেখিসনি?’
‘মাথাটা ঘুরে
উঠতে, দেখতে আর পেলাম কই? তবে রংটা যেন গেরুয়া...’
মধু বলল, ‘আমাকেও
সেদিন ঘাড় নেড়ে নেড়ে মুখ ভেঙাচ্ছিল...তবে তার রং ছিল সবুজ।’
শ্যাম বলল,
‘উঁহু, লাল। গত মঙ্গলবার হাটে যাওয়ার সময় রাস্তাটা কেটে দিয়ে ঝোপে ঢুকে পড়ল, আর আমিও
পড়ে গোড়ালি মচকালাম।’
যদু বলল, ‘ধুর
ব্যাটা, ওটা তো গিরগিটি। আগে “বহুরূপী” বলে খুব নাম করেছিল। এখন আমাদের দেখে
হিংসেয় জ্বলছে, রং বদলানোয় আমরা ওদের হারিয়ে দিয়েছি যে!’
সমাপ্ত
দুর্দান্ত লিখেছেন গল্পের রূপকে বাস্তবচিত্রকথা।
ReplyDeleteঅনেক ধন্যবাদ, পড়ে মন্তব্য করার জন্য।
Deleteদারুন সুন্দর
ReplyDelete