বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
পারমিতা দে (দাস)
পক্ষাঘাত
দলছুট হয়ে ঘুরে বেড়াই
এধার-ওধার
নিঝুম রাতে আকাশের তারা গুনি…
ছাদের কার্নিশে ঝুলিয়ে
রাখি
শব্দশরীর...
কথা বলি না।
আমার ভেতর কবেই ঘুমিয়ে
পড়েছে শিশুসুলভ সেই দুরন্ত কিশোরী
যাকে আর কেউ চিনতে পারে না!
এধার-ওধার
নিঝুম রাতে আকাশের তারা গুনি…
শব্দশরীর...
কথা বলি না।
যাকে আর কেউ চিনতে পারে না!
No comments:
Post a Comment