প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Monday, November 27, 2023

ভুল ভেবেছ তুমি | জয়িতা ঘোষ হালদার

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০

কবিতা
জয়িতা ঘোষ হালদার

ভুল ভেবেছ তুমি


‘কারার ঐ লৌহকপাট’
কত রক্তের বিনিময়ে, কত মায়ের কোল নিঃস্ব করে ভেঙেছিল পরাধীন ভারতীয় জনগণ...
আজ যদি কারো মনে হয় তা বৃথা গেছে, মানুষ ভুলে গেছে সে রক্তের ঋণ
তবে, তুমি ভেবেছ ভুল।
 
দুঃসাহসী অহংকারী তুমি
শত সম্মান তোমার ধুলায় আজ--
 
তুমি পদাঘাত করেছ
মায়ের স্বাধীনতার শহীদের রক্তে লেখা ইতিহাসের দলিল।
ভেবেছ পাবে প্রশংসা আর মান!
তবে তুমি ভেবেছ ভুল।
ধিক্কার আর নিন্দার ভাষা নেই আর আছে তীব্র হেমলকের স্বাদ
তোমার ওই দুর্বিনীত সুরের স্বৈরাচারে।
 
যে সুর ভারতের আত্মার পরমাত্মীয়
তাকে তুমি করেছ দূষিত অপাঙ্‌ক্তেয়
দুঃসাহসী অহংকারী তুমি
যেও না ভুলে এ তোমারও জন্মভূমি।
 
সম্মান না দিতে জানো যদি তবে
যশোলোভে শাশ্বত ঐতিহ্য বিকোবে!
 
তবে তুমি ভেবেছ ভুল
তোমার সৃষ্টি হয়েছে আজ
তোমার মানসম্মানের প্রতিকূল।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)