বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতাণু
দেবশ্রী রায় দে সরকার
স্মৃতি
১.
পর্ণমোচী রেখেছে একটি
পাতা,
আজও এই শীতে…
সেই পাতা; সে উপহার দেয় পলাশের বসন্তে।
২.
ঢেউ উঠে মিলিয়ে যায় কোন সে আহ্বানে;
তুমি এসেই চলে গিয়েছিলে,
এই ভালবাসার মরশুমে।
৩.
তোমাকে ভুলে যাবার পর, থাকি
তোমার স্মৃতির মায়ায়...
অনেক অব্যক্ত কথা রয়ে গেল,
না বলা দৃঢ়তায়।
৪.
তবু তুমি আসবেই জানি, প্রেম,
তবু তুমি আসবেই...
কারণ ভালবাসা ছাড়া,
হৃদয়ে ভাগশেষ আর কিছু নেই।
আজও এই শীতে…
সেই পাতা; সে উপহার দেয় পলাশের বসন্তে।
ঢেউ উঠে মিলিয়ে যায় কোন সে আহ্বানে;
তুমি এসেই চলে গিয়েছিলে,
এই ভালবাসার মরশুমে।
তোমাকে ভুলে যাবার পর, থাকি
তোমার স্মৃতির মায়ায়...
অনেক অব্যক্ত কথা রয়ে গেল,
না বলা দৃঢ়তায়।
তবু তুমি আসবেই জানি, প্রেম,
তবু তুমি আসবেই...
কারণ ভালবাসা ছাড়া,
হৃদয়ে ভাগশেষ আর কিছু নেই।
Asadharon abyekto bedona Khato proti niyato,,
ReplyDeleteBhagsese abosese paoa na paoar hiseb sadhu sunyo thke moha sunyo..... .....
Apurbo anubhuti apurbo bhasa.. mone jeno vore jai bondhu...
ReplyDeleteVery well articulated
ReplyDelete