বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
কাজল আচার্য
চেনা পথে আবার
নীল জামা পরা ছেলেটির
চুরি গেছে স্নিগ্ধ ছায়া।
কথা ছিল ফুল হবে বুকের অলিন্দে,
কথা ছিল চেনা চার দেওয়ালে মুখোমুখি হবে প্রাত্যহিক।
চুরি গেছে স্নিগ্ধ ছায়া।
কথা ছিল ফুল হবে বুকের অলিন্দে,
কথা ছিল চেনা চার দেওয়ালে মুখোমুখি হবে প্রাত্যহিক।
কতই তো চুরি যায় এটা-ওটা-সেটা
কে আর খবর রাখে, রক্ত ক্ষরণের এপিসেন্টার।
দেখা হয় হাতে-হাত আরো এগিয়ে যায় অন্ধকার-পথ…
নিয়ম ভাঙার স্বাদ বেশ লাগে
বালিয়াড়ির ধর্ম মনে হয়।
একদিন জল ঝরেছিল যে পাতায়
আজ সে পাতাবাহার চেনা যায়।
দীপ ছিল নিবু-নিবু শিখাকে উস্কে দিল...
আজ আবার চেনা যায় পরখ করা যায়
চেনা পাকদণ্ডির বহু পরিচিত গন্ধ।
কে আর খবর রাখে, রক্ত ক্ষরণের এপিসেন্টার।
দেখা হয় হাতে-হাত আরো এগিয়ে যায় অন্ধকার-পথ…
নিয়ম ভাঙার স্বাদ বেশ লাগে
বালিয়াড়ির ধর্ম মনে হয়।
একদিন জল ঝরেছিল যে পাতায়
আজ সে পাতাবাহার চেনা যায়।
দীপ ছিল নিবু-নিবু শিখাকে উস্কে দিল...
আজ আবার চেনা যায় পরখ করা যায়
চেনা পাকদণ্ডির বহু পরিচিত গন্ধ।
No comments:
Post a Comment