বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম
সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
অলক চক্রবর্তী
রাধাভাব
কৃষ্ণ বাঁশি তুমি বাজাতে পারো যদি
রয়্যালটি ঠিক পাও
কৃষ্ণ নদীর কূলে যেতে পারি যদি টাটা সাফারি রয়,
কৃষ্ণ বাঁশি আমি শুনতে পারি যদি গোল্ড-ডিস্ক পাও
কৃষ্ণ নদীতে শাড়ি খুলতে পারি যদি হ্যান্ডিক্যাম নাও।
কৃষ্ণ আমারও কুল মন্দ নয় এদিক-ওদিক
থেকে
কৃষ্ণ বরটা নেহাত ত্রিভঙ্গ ধর্ম-কর্ম-জ্ঞানে।
কৃষ্ণ হোলি খেলতে ফ্ল্যাটে এলে বিকিনি
পরতে পারি
কৃষ্ণ হিরের আংটি দিলেও কিন্তু কুল ছাড়তে নারি
কৃষ্ণ বিউটি পার্লার ঢুকলে আমি জগৎ ভুলতে পারি।
কৃষ্ণ তখন পালিয়েছিলে মেরে আমায়
ল্যাং
কৃষ্ণ থেকো সাবধানে সটকাবো তোর ব্যাংক।
কৃষ্ণ ঝাঁটাপেটা করব যদি এইডস থাকে
কৃষ্ণ বিষ খাইয়ে মারব যদি কেউ দেখে,
কৃষ্ণ ভাড়াটে খুনি লাগাব যদি ব্ল্যাকমেল করো
কৃষ্ণ তবু গোপন অভিসারে আমার বুকে মরো।
কৃষ্ণ নদীর কূলে যেতে পারি যদি টাটা সাফারি রয়,
কৃষ্ণ বাঁশি আমি শুনতে পারি যদি গোল্ড-ডিস্ক পাও
কৃষ্ণ নদীতে শাড়ি খুলতে পারি যদি হ্যান্ডিক্যাম নাও।
কৃষ্ণ বরটা নেহাত ত্রিভঙ্গ ধর্ম-কর্ম-জ্ঞানে।
কৃষ্ণ হিরের আংটি দিলেও কিন্তু কুল ছাড়তে নারি
কৃষ্ণ বিউটি পার্লার ঢুকলে আমি জগৎ ভুলতে পারি।
কৃষ্ণ থেকো সাবধানে সটকাবো তোর ব্যাংক।
কৃষ্ণ বিষ খাইয়ে মারব যদি কেউ দেখে,
কৃষ্ণ ভাড়াটে খুনি লাগাব যদি ব্ল্যাকমেল করো
কৃষ্ণ তবু গোপন অভিসারে আমার বুকে মরো।
No comments:
Post a Comment