বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
নীহার জয়ধর
প্ররোচনা
যে ভেঙেছে, তীব্র সূর্যের বেড়া
ছায়াও নিরাপদ নয়, দৈব থোড় বড়ি খাড়া
আমার কাছে এখনও তুমি গঙ্গাকুমারী
নীলগাই দেহে মাতাতে পারি সূর্যসূরী খেলা
ছায়াও নিরাপদ নয়, দৈব থোড় বড়ি খাড়া
আমার কাছে এখনও তুমি গঙ্গাকুমারী
নীলগাই দেহে মাতাতে পারি সূর্যসূরী খেলা
ভিজে যায় হৃদয়ের সংবেদী বীজতলা
সম্পূর্ণ মিলনে ক্লান্ত কোমর দোহাই
রুটি আলু ভাজা মাথায়, হাতে জল
জমির আলে মেজকুমার, হাত ধোয়া ছল
সম্পূর্ণ মিলনে ক্লান্ত কোমর দোহাই
রুটি আলু ভাজা মাথায়, হাতে জল
জমির আলে মেজকুমার, হাত ধোয়া ছল
তোমার ব্যবহৃত আঁচল, ছিঁড়ে গেছে নাম লেখা খুঁট
গামছা হারানো আমি তেমন অতিথি, রাতব্যঞ্জনে দ্রৌপদীর ঘ্রাণ
গামছা হারানো আমি তেমন অতিথি, রাতব্যঞ্জনে দ্রৌপদীর ঘ্রাণ
আমাকে সেবক করো দায়ী, প্রত্যবায়মাখা আষাড়ু দাদুরি আর ভীম
সরিষার তেল দাও ডুব দিয়েই আসব, পড়শি বহুড়ি, মরণের ঘুম
সরিষার তেল দাও ডুব দিয়েই আসব, পড়শি বহুড়ি, মরণের ঘুম
No comments:
Post a Comment