প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ঝড় | টিকে থাকার সাধনা

বাতায়ন /ঝড়/ সম্পাদকীয়/ ৩ য় বর্ষ/ ১ ম সংখ্যা/ ১লা বৈশাখ,   ১৪৩ ২ ঝড় | সম্পাদকীয় টিকে থাকার সাধনা "প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন...

Friday, December 8, 2023

পরকীয়া | আনবাড়ি যায় | ফটিক চৌধুরী

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
ফটিক চৌধুরী

আনবাড়ি যায়


ঠিক রাস্তায় যেতে যেতে যদি পথভ্রষ্ট হই
ঠিক পথে কি ফেরা যায় সহজে?
ভুল পথ টেনে নিয়ে যায় গাঢ় অন্ধকারে।

আমাদের কান অন্য জায়গায় পাতা থাকে
রক্তের মধ্যে মিশে থাকে গোপন সম্পর্ক 
যাপন অন্যমনস্ক হয়, স্খলিত হই
স্খলিত হতে হতে চলে যাই খাদের কিনারে।
 
সবকিছুর মতো জীবনেরও থাকে বিন্যাস
অন্য জায়গায় কান পাতলে বিন্যাসচ্যুত হই
আর আমরা দিনদিন দীন হয়ে পড়ি
এই দীনতা বিশ্বাসহীনতাই তো পরকীয়া
যতই বেসুরো লাগুক তাতেই যেন লীন হয়ে থাকি।
আমার আঙিনা দিয়ে কেউ বুঝি আনবাড়ি যায়।

No comments:

Post a Comment

১৪৩২-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)