প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Friday, December 8, 2023

পরকীয়া | শুধু তোমারই জন্য | মুনমুন মুখার্জি

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
মুনমুন মুখার্জি

শুধু তোমারই জন্য

স্টেশনে দাঁড়িয়ে আছি আমি,

ট্রেন প্ল্যাটফর্মে দু'মিনিট দাঁড়াবে
        তোমাকেও সেই দু'পলক দেখব
দেখার সেই ক্ষণ যেন ছুরির মতো
        বিদ্ধ করছে এ মন
 
মনের খোলা জানালায়
        নীল প্রেক্ষাপটে
        তোমাকেই দেখেছি
        একা হেঁটে যেতে।
 
ঢেউহীন সমুদ্রে পথবীথিকার পাশে
        তোমার সাথে কাটানো
        সেই স্বপ্নিল স্মৃতিময় ক্ষণিক মুহূর্তরা...
তোমার শরীর যেন এক মন্দির,
        সেই মন্দিরে আমি প্রণয়ীর পুণ্য অর্জন করি।
 
তুমি আজকাল এক অদ্ভুত অনুভূতির জন্ম দাও,
        যেখানে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই
এ মন যে তোমার স্মৃতিই কেবল
        বহন করতে ভালবাসে,
আমাদের দু'জনেই সেই লুকোচুরি খেলা
        কখনো লাইব্রেরি মাঠে, কখনো বা—
 
খুব ভোরের ফাঁকা গড়ের মাঠে,
দু'জনের চাওয়াপাওয়ার একই ছন্দযোগ—
        সেই যোগ বহুগুণ হল বিরহী উষ্ণতার সাহচর্যে,
        হে প্রিয় আমার, তুমি আমার—
        দক্ষিণের খোলা বারান্দা,
চেয়ে দেখো কী সুন্দর নক্ষত্রের নীল আলো,
        আমাদের মাথার উপর,
আমি জানি এ বিরহ আমার
        কখনো শেষ হবে না।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)