প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Friday, December 8, 2023

পরকীয়া | পরকীয়া | সুমিতা চৌধুরী

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
সুমিতা চৌধুরী

পরকীয়া


বেরঙিন জীবনে হঠাৎই রঙের ছোঁয়া
ধূসর দিনের শেষে গোধূলির পরশ পাওয়া
দুকলি গান, একটু আলাপ,
একফালি সন্ধ্যায় দুটো চায়ের কাপ,

বয়সকে ভুলে গিয়ে বেখেয়ালে কখন
একইসাথে তারাদের অবলোকন
"বৃষ্টিতে ভিজেছ কখনো জোছনার আলোয়?"
"ভেজা চুলে দাঁড়িয়েছ মনের আঙিনায়?"
এ কী কথা বলো তুমি, কেউ বলেনি তো আগে!
এটুকু কথাতেই যে মনে পরশ লাগে।
এ কী তবে ভালবাসা? এ কী তবে প্রেম?
ভাল লাগা যাবে না কো এ যে ফাগুনের হেম।
যাও তুমি ফিরে হে মনের পথিক
নাহলে সমাজ বলবে ধিক শত ধিক।
আমি তো আসিনি তোমায় বিপথে নিতে,
এসেছি একলা মনের সঙ্গী হতে।
মনকে তুমি বাঁধতে চাও শিকলের ডোরে?
অনুভূতিহীন মরুভূমির প্রান্তরে?
এ কেমন বাঁচা তোমার চির পিঞ্জরে?
নিরুত্তর ভীরু মনের দুয়ার ছেড়ে,
মনের পথিক যায় অন্য কোনো নীড়ে।
মনের ভাল-লাগাটুকু অশ্রুজলে ভেজে
নিজের মনেরই শত্রু হই আজ নিজে!
তোমরা কী নাম দেবে, একে পরকীয়া?
সামাজিকতার ত্রাসে আজ শুধু কাঁপে হিয়া!

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)