বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া
| কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
একটি দুটি আকাশ
একটি দুটি পুষ্করিণী আর একটি দুটি নারী
জলে ডাঙায় সারাক্ষণই মেঘের ঘরবাড়ি
জলে ডাঙায় সারাক্ষণই মেঘের ঘরবাড়ি
একটি দুটি তুমি আমার, একটি দুটি আমি
বায়োস্কোপে আইনক্সে জানেন অন্তর্যামী
বায়োস্কোপে আইনক্সে জানেন অন্তর্যামী
একটুখানি ভালবাসা একটু খুনসুটি
একটুখানি ভুলচুক আর মারহাব্বা জুটি
একটুখানি ভুলচুক আর মারহাব্বা জুটি
একটি দুটি চড়ুই আর ঘরভর্তি শালিখ
সবার উপর মানুষ সত্য, একজনাই মালিক
একটি দুটি আকাশ আমার একটি দুটি তারা
রাত কেটে যায় দিন কাটে না, ভেবে ভেবেই সারা…
সবার উপর মানুষ সত্য, একজনাই মালিক
একটি দুটি আকাশ আমার একটি দুটি তারা
রাত কেটে যায় দিন কাটে না, ভেবে ভেবেই সারা…
ভালো লাগলো হীরক।
ReplyDelete