বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
কেতকী বসু
ভাবনারা ছুটে চলে
খেয়ালি মন নিশ্চুপ কোলাহলে অবারিত
মেঘ
ছুটে চলে রোদের আড়ালে, দিগন্তে আঁকা হয় প্রচ্ছদের অভিলাষ
শরীরের স্তব্ধতা থেমে যায় অমাবস্যার কালো মেঘে
ঋতু পরিবর্তনে অমলিন ব্যথার পাহাড় বয়ে চলা অমোঘ নিয়মে।
শরীরের স্তব্ধতা থেমে যায় অমাবস্যার কালো মেঘে
ঋতু পরিবর্তনে অমলিন ব্যথার পাহাড় বয়ে চলা অমোঘ নিয়মে।
শুরু হয় অচেনা পথ ধরে দীর্ঘ
যাতায়াত, শেষ মুহূর্তের খসে পড়া উল্কার আবদারে
চৌরাস্তার নিয়ন আলোয় চমকানো কিছু মুখ, অশরীরী প্রেতাত্মা, পিছু নেয় বাস্তবের আবরণে
সীমাহীন আনন্দের রাশিচক্র সুখ সজ্জায়
পরকীয়া ভাষা হারায় অজানা রহস্যের প্রাচীন কামনায়…
সীমাহীন আনন্দের রাশিচক্র সুখ সজ্জায়
পরকীয়া ভাষা হারায় অজানা রহস্যের প্রাচীন কামনায়…
চৌরাস্তার নিয়ন আলোয় চমকানো কিছু মুখ, অশরীরী প্রেতাত্মা, পিছু নেয় বাস্তবের আবরণে
সীমাহীন আনন্দের রাশিচক্র সুখ সজ্জায়
পরকীয়া ভাষা হারায় অজানা রহস্যের প্রাচীন কামনায়…
সীমাহীন আনন্দের রাশিচক্র সুখ সজ্জায়
পরকীয়া ভাষা হারায় অজানা রহস্যের প্রাচীন কামনায়…
No comments:
Post a Comment