বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া
| কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
পিপাসু
মাটিতে থাকনি তুমি
হাওয়ায় উড়েছ
গন্ধপিপাসু হয়ে গন্ধ শুঁকেছ…
শকুন একমাত্র বোঝে
সে গন্ধের ইতিবৃত্ত কী?
কড়িকাঠ ঊর্ধ্বমুখে তাকিয়ে থেকেছে…
হাওয়ায় উড়েছ
গন্ধপিপাসু হয়ে গন্ধ শুঁকেছ…
সে গন্ধের ইতিবৃত্ত কী?
No comments:
Post a Comment