বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
ড: পাপড়ি
চট্টোপাধ্যায়
অপেক্ষা
ভুলিনি রে আমি, ভুলিনি
রে তোকে তোকে কি ভুলতে পারি?
আজ শব্দেরা শুধু মৃতদেহ হয়ে চলেছে আমায় ছাড়ি—
সেই শব্দের মৃতের মিছিলে একবার ফিরে দেখ,
তোর বলে যাওয়া কত কথা সব হয়ে গেছে নির্বাক।
তোর চিঠি ঘেঁটে যত কুড়িয়েছি আমি ফুল, প্রেম, প্রজাপতি—
আজ শব্দেরা শুধু মৃতদেহ হয়ে চলেছে আমায় ছাড়ি—
সেই শব্দের মৃতের মিছিলে একবার ফিরে দেখ,
তোর বলে যাওয়া কত কথা সব হয়ে গেছে নির্বাক।
তোর চিঠি ঘেঁটে যত কুড়িয়েছি আমি ফুল, প্রেম, প্রজাপতি—
রং, খুশি আর জীবন
হারিয়ে ওগুলো খোলামকুচি।
তোর ছবিগুলো মনের ফ্রেমেতে অজস্র মণি-মুক্তো
চুরি হয়ে গেছে সেসব গয়না চেয়ে দেখ আমি রিক্ত।
আয় কাছে আয়, চেয়ে দেখ তোর ভালবাসা আর প্রেমিকা,
রং আলো আর হাসি হারিয়েছে, তবু বদলে যায়নি শেষটা।
তোর ছবিগুলো মনের ফ্রেমেতে অজস্র মণি-মুক্তো
চুরি হয়ে গেছে সেসব গয়না চেয়ে দেখ আমি রিক্ত।
আয় কাছে আয়, চেয়ে দেখ তোর ভালবাসা আর প্রেমিকা,
রং আলো আর হাসি হারিয়েছে, তবু বদলে যায়নি শেষটা।
খুব ভালো লাগলো👌❤️অপেক্ষায় রইলাম তোমার কলম বেয়ে এমনই ঝরে পড়ুক কবিতামালা ।শুভেচ্ছা অফুরান❤️
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Deleteবাহ্ - বেশ ভালো লিখেছো।
ReplyDeleteঅনেক ভালোলাগা
DeleteKhub bhalo likhechis
ReplyDeleteধন্যবাদ
DeleteDarun
ReplyDeleteবেশ ভালো লাগলো ।
ReplyDeleteবেশ ভালো লাগলো ।
ReplyDelete