প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/ তৈমুর খান সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/ ৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ , ১৪৩২ তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়   মগজ ও অঙ্গ "অপরিসীম মেধ...

Friday, December 8, 2023

পরকীয়া | অপেক্ষা | ড: পাপড়ি চট্টোপাধ্যায়

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
ড: পাপড়ি চট্টোপাধ্যায়

অপেক্ষা


ভুলিনি রে আমি, ভুলিনি রে তোকে তোকে কি ভুলতে পারি?
আজ শব্দেরা শুধু মৃতদেহ হয়ে চলেছে আমায় ছাড়ি—
সেই শব্দের মৃতের মিছিলে একবার ফিরে দেখ,
তোর বলে যাওয়া কত কথা সব হয়ে গেছে নির্বাক।
তোর চিঠি ঘেঁটে যত কুড়িয়েছি আমি ফুল, প্রেম, প্রজাপতি—

রং, খুশি আর জীবন হারিয়ে ওগুলো খোলামকুচি।
তোর ছবিগুলো মনের ফ্রেমেতে অজস্র মণি-মুক্তো
চুরি হয়ে গেছে সেসব গয়না চেয়ে দেখ আমি রিক্ত।
আয় কাছে আয়, চেয়ে দেখ তোর ভালবাসা আর প্রেমিকা,
রং আলো আর হাসি হারিয়েছে, তবু বদলে যায়নি শেষটা।

9 comments:

  1. খুব ভালো লাগলো👌❤️অপেক্ষায় র‌ইলাম তোমার কলম বেয়ে এমন‌ই ঝরে পড়ুক কবিতামালা ।শুভেচ্ছা অফুরান❤️

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ

      Delete
  2. বাহ্ - বেশ ভালো লিখেছো।

    ReplyDelete
    Replies
    1. অনেক ভালোলাগা

      Delete
  3. Khub bhalo likhechis

    ReplyDelete
  4. সুধাংশু চক্রবর্তীDecember 23, 2023 at 12:17 PM

    বেশ ভালো লাগলো ।

    ReplyDelete
  5. সুধাংশু চক্রবর্তীDecember 23, 2023 at 12:17 PM

    বেশ ভালো লাগলো ।

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)