বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
শম্পা সামন্ত
জ্বলন
লজ্জা যদিও দহন নয়, সে
শুধুই জ্বলে। যেন মোমের মতো গলে যেতে পারে হৃদয়। চরম উচ্ছ্বাস কোমর জড়িয়ে ধরলে
আবেদন পুড়ে ক্ষয় হয় আয়ুরেখা নদীর চরায়। অযুত বছর ধরে পুড়ে যায় স্বপ্নমাখা হৃদয়,
অযুত বছরের সোহাগ ভেসে যায় গাঙুরেরজলে, দিনের পর দিন, কখনো পৌঁছে যাবে স্বর্গের দরজায়,
কত শত পুরুষের লজ্জাহীন, বেশ। আর খুলে যাওয়া বাজুবন্ধ ও বক্ষবন্ধনী।
আর আমি পরস্ত্রীর লজ্জা নিয়ে পরপুরুষের সঙ্গে করি ঘর।
ইতিহাস যেন অ্যান্টিক কোনো মুডে হেঁটে যাচ্ছে রাজ প্রাসাদের লবিতে, সমস্ত অভিমানগুলি লিখে থাকে দেয়ালে দেয়ালে। আর বারোমাস্যায় উঠে আসে দৈনিক শাক-ভাতের গন্ধ। চুলোয় রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত সংসার ও ধ্বস্ত মুহ্যমান প্রেম। আমিও হড়প্পার রমণীর মতো নাচি ইন্দ্রের সভায়।
বা ! অসাধারণ
ReplyDelete