বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
বিপুল রায়
বাঁচা
দূরের দিকে
তাকিয়ে দেখি, দুঃসাহসিক
আনাগোনা
তোমায় দেখি আড় চোখে, কেমন যেন আনমনা
সবুজ খেত হলুদ হলো, কীসের লোভে জাল বোনা
এভাবে বেঁচে থাকা হয়তো মোটেও মন্দ না।
তোমার কাছে ধার নিয়েছি,
ধার শুধব ভাবছি না
শোধ করলে আসবে কী আর, আর তোমায় পাব না
তোমায় আমি ফিরিয়ে দিই, দেওয়ায় আছে যন্ত্রণা
এভাবে বেঁচে থাকা হয়তো মোটেও মন্দ না।
অনেকখানি দুঃখের মধ্যে একটু সুখের কল্পনা
শুনছি যা, তার মধ্যে
বেশিরভাগটাই জল্পনা
যা দিয়েছি
তা খুবই কম, মুছে
গেছে আলপনা
এভাবে বেঁচে
থাকা হয়তো মোটেও মন্দ না।
তোমায় দেখি আড় চোখে, কেমন যেন আনমনা
সবুজ খেত হলুদ হলো, কীসের লোভে জাল বোনা
এভাবে বেঁচে থাকা হয়তো মোটেও মন্দ না।
শোধ করলে আসবে কী আর, আর তোমায় পাব না
তোমায় আমি ফিরিয়ে দিই, দেওয়ায় আছে যন্ত্রণা
এভাবে বেঁচে থাকা হয়তো মোটেও মন্দ না।
চমৎকার লাগলো পড়ে
ReplyDelete