বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | মৃদুমন্দ হাওয়ায় ফাগুন আসছে
তৈমুর খান
মৃদুমন্দ
হাওয়ায় ফাগুন আসছে
একটি ডুমুর গাছ সারাদিন ঘুরে
ফিরে আসে
পুকুর ঘাট, হাঁস আর বাসনকোসনের শব্দ
আর নীল ডুরে শাড়ি লাল চপ্পল যাওয়া আসা করে
ধূমপান করিনি সারাদিন
নির্জনতা ভেঙে ভেঙে পায়রা উড়ে গেছে
আকাশ নেমেছে জলে, ঢেউয়ের সংসার
চন্দন কাঠের রঙে রোদ বাঁশি বাজিয়ে গেল
একা আমি ঘর খুলে দিই
আর শূন্যকে বসাই ডেকে
র চা এনে দাও দেখি
বহুদিন আগেই সব গাভি চলে গেছে মেঘে
মৃদুমন্দ হাওয়ায় ফাগুন আসছে
বেশ আলতা পরেছে রাঙা পায়ে
চোখেও তার জ্যোৎস্না লেগে আছে
নাতিশীতোষ্ণ সুরে মন ভিজে গেছে আমার।
কবিতাগুচ্ছ | তৈমুর খান | মৃদুমন্দ হাওয়ায় ফাগুন আসছে
তৈমুর খান
পুকুর ঘাট, হাঁস আর বাসনকোসনের শব্দ
আর নীল ডুরে শাড়ি লাল চপ্পল যাওয়া আসা করে
নির্জনতা ভেঙে ভেঙে পায়রা উড়ে গেছে
আকাশ নেমেছে জলে, ঢেউয়ের সংসার
চন্দন কাঠের রঙে রোদ বাঁশি বাজিয়ে গেল
আর শূন্যকে বসাই ডেকে
র চা এনে দাও দেখি
বহুদিন আগেই সব গাভি চলে গেছে মেঘে
বেশ আলতা পরেছে রাঙা পায়ে
চোখেও তার জ্যোৎস্না লেগে আছে
নাতিশীতোষ্ণ সুরে মন ভিজে গেছে আমার।

মুগ্ধ
ReplyDelete