বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
তৈমুর খান
পূর্ণচ্ছেদ
তোমার মুকুট উজ্জ্বল হয়ে ওঠে
আমার অশ্রুর নদী বয়ে যায়
যদিও নদীর পাশে মৃত বাল্যকাল
বারবার জেগে উঠতে চায়—
আমি ওকে ফেরাতে পারি না।
এখন হাওয়া নেই
ক্লান্ত দুপুর বিষণ্ণতা ফেরি করে
দরজায় দাঁড়াই—
তুমি পেরিয়ে যাও অনেক উৎসবের মাঠ
অনেক হাততালির ফোয়ারা
তোমার ছায়ায় স্বপ্নের জন্ম
হয়
তোমার সৌন্দর্যে বসন্তকাল হাসে
তোমার বর্ণনায় কেবল উচ্ছ্বাস
সব বাক্যের পাশে পূর্ণচ্ছেদ
দিতে দিতে
আমিও একটি পূর্ণচ্ছেদ হয়ে যাই।
নবান্ন | কবিতা
তৈমুর খান
যদিও নদীর পাশে মৃত বাল্যকাল
বারবার জেগে উঠতে চায়—
আমি ওকে ফেরাতে পারি না।
ক্লান্ত দুপুর বিষণ্ণতা ফেরি করে
দরজায় দাঁড়াই—
তুমি পেরিয়ে যাও অনেক উৎসবের মাঠ
অনেক হাততালির ফোয়ারা
তোমার সৌন্দর্যে বসন্তকাল হাসে
তোমার বর্ণনায় কেবল উচ্ছ্বাস
আমিও একটি পূর্ণচ্ছেদ হয়ে যাই।

গভীর অনুভবের প্রকাশ, চমৎকার!🙏
ReplyDeleteখুব ভালো লাগল। —অপ্রাপ্তি এবং আত্মবিলীন হওয়ার গল্প। যেখানে একজন মানুষ অন্যের সাফল্যের পটভূমি হতে হতে নিজেই নিঃশেষ হয়ে যায়।
ReplyDelete