প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

পূর্ণচ্ছেদ | তৈমুর খান

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
তৈমুর খান
 
পূর্ণচ্ছেদ
 
তোমার মুকুট উজ্জ্বল হয়ে ওঠে
 
আমার অশ্রুর নদী বয়ে যায়
যদিও নদীর পাশে মৃত বাল্যকাল
বারবার জেগে উঠতে চায়—
আমি ওকে ফেরাতে পারি না।
 
এখন হাওয়া নেই
ক্লান্ত দুপুর বিষণ্ণতা ফেরি করে
দরজায় দাঁড়াই—
তুমি পেরিয়ে যাও অনেক উৎসবের মাঠ
অনেক হাততালির ফোয়ারা
 
তোমার ছায়ায় স্বপ্নের জন্ম হয়
তোমার সৌন্দর্যে বসন্তকাল হাসে
তোমার বর্ণনায় কেবল উচ্ছ্বাস
 
সব বাক্যের পাশে পূর্ণচ্ছেদ দিতে দিতে
আমিও একটি পূর্ণচ্ছেদ হয়ে যাই।
 

2 comments:

  1. গভীর অনুভবের প্রকাশ, চমৎকার!🙏

    ReplyDelete
  2. দীপক বেরাJanuary 3, 2026 at 12:24 PM

    খুব ভালো লাগল। —অপ্রাপ্তি এবং আত্মবিলীন হওয়ার গল্প। যেখানে একজন মানুষ অন্যের সাফল্যের পটভূমি হতে হতে নিজেই নিঃশেষ হয়ে যায়।

    ReplyDelete

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)