বাতায়ন/অন্য চোখে/১ম
বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০
অন্য চোখে
সিদ্ধার্থ সিংহ
কাজী নজরুল ইসলাম পুরস্কার পেলেন কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ
প্রতিবেদক— সেখ নুরুল হুদা
সুরিন্দর সুরাইয়া
বিশিষ্ট কবি, ছড়াকার,
গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কলামিস্ট, নাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক,
সাহিত্য সম্পাদক, মডেল এবং অসংখ্য শিশুতোষ গ্রন্থের রচয়িতা কথাসাহিত্যিক
সিদ্ধার্থ সিংহের হাতে গত ৬ জানুয়ারি তুলে দেওয়া হল কাজী নজরুল ইসলাম পুরস্কার।
সুনীল গঙ্গোপাধ্যায়
যাঁকে সব্যসাচী লেখক বলতেন, কথাসাহিত্যিক রমাপদ চৌধুরী এবং কবি নীরেন্দ্রনাথ
চক্রবর্তী যাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সেই সিদ্ধার্থ সিংহের এ বছর কলকাতা
আন্তর্জাতিক বইমেলায় ২৮টি এবং বাংলাদেশের একুশে গ্রন্থমেলায় ৯টি বই প্রকাশ উপলক্ষ্যে
এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উলুবেড়িয়া এক নম্বর বিডিও অফিস।