"প্রশ্ন হলো যাঁরা বই কিনলেন বা উপহার পেলেন, তাঁরা নিশ্চয়ই সে-সব বই পড়বেন, বইগুলি নিশ্চয়ই অনাদরে, অনাগ্রহের স্তূপে ঠাঁই পাবে না।"
সম্প্রতি সাহিত্যপ্রেমীর সেরা উৎসব কলকাতা বইমেলা সম্পন্ন হলো। গোটা বছর ধরে প্রতিটি সাহিত্যপ্রেমী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। বইয়ের সঙ্গে যে-কোনো ভাবে যুক্ত মানুষের ব্যস্ততা শত কাজের মধ্যেও বাড়তে থাকে।