প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, March 14, 2025

চির সখী | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী


 

বাতায়ন/রং/যুগলবন্দি/২য় বর্ষ/২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | যুগলবন্দি | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী
অজয় দেবনাথ
 
চির সখী

"দোলে রং খেলো এখনও? রং খেলে ভূত সাজো? থুরি ভূত না পেত্নি। আমি আর ভূত সেজে রং খেলি না, কার সঙ্গে খেলব? আমার রাখিকা কবেই চলে গেছে আমাকে ছেড়ে। ইচ্ছা করে না আর।"

"কী সাংঘাতিক মন কেমন করা একটা ঋতু এই বসন্ত। তার ওপর তোমার চিঠি হাতে। এ তো শুধু হাতে লেখা কয়েকটা কথা নয় যেন তুমিও এসে বসেছ পাশের চেয়ারে।"
 
পর্ণা,
 
হঠাৎ আগাম চিঠি পেয়ে অবাক হলে? আমিও কম অবাক হইনি। আসলে তোমার শেষ চিঠিতে নতুন করে অবাক করলে আমায়, তাও এতদিন পরে। সত্যি মেয়েরাই বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য!

ধূসর জমিন | মোহন রায়হান

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
মোহন রায়হান
 
ধূসর জমিন
 
কোথাও দাঁড়াতে পারছি না
যে মাটিতেই পা রাখি চোরাবালি
সরে সরে যায় ধূসর জমিন!
দুরন্ত অশ্বের খুর ডুবে যায় গহিন মরীচিকায়
প্রখর সূর্যের অগ্নি নিভে যায় চিরায়ত অন্ধকারে।

মোবাইল | মঙ্গলেশ ডবরালের কবিতা ভাষান্তরে ফটিক চৌধুরী

বাতায়ন/রং/অনুবাদ কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | অনুবাদ কবিতা
 
মঙ্গলেশ ডবরালের কবিতা ভাষান্তরে ফটিক চৌধুরী
 
মোবাইল
 
[কবি পরিচিতি: জন্ম ১৬ মে, ১৯৪৮, তিহরি গঢ়বাল, উত্তরাখণ্ড। হিন্দি ভাষার একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক। 'জনসত্তা', 'হিন্দি পেট্রিয়ট', 'পূর্বাভাস' প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। "হম যো দেখতে হ্যাঁয়" কাব্যগ্রন্থটি ২০০০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পায়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে কয়েকটি: "পহাড় পর লালটেন", "ঘর করা রাস্তা", "কবি কা অকেলাপন"। ২০২০ সালের ৯ ডিসেম্বর মাত্র ৭২ বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়]
 
মোবাইল
 
তারা গলায় পরে সোনার মোটা চেন
কোমরে বাঁধে চওড়া বেল্ট 
এবং মোবাইলে কথা বলে

এসো… | অজয় দেবনাথ

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
অজয় দেবনাথ
 
এসো…
 
এসো তুমি যুবতী হরিণী
চকিত চাহনি মেলে চমকে বেড়াও
শিশিরস্নাত সদ্য ফোটা পাপড়ি
                আর হৃদয়ে
                হৃদয় মিশিয়ে কস্তুরীগন্ধা…

বসন্ত ও অন্যান্য | দেবযানী মহাপাত্র

বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
দেবযানী মহাপাত্র
 
বসন্ত ও অন্যান্য
 
বসন্ত
 
বসন্তের কুয়াশা অতিথির মতো
আচ্ছন্ন করে রাখে পাতা
কুন্ঠিত হয় অরণ্যের ছায়া
প্রকৃতির নিয়ম মেনে যখন
একটু একটু ধূসর হয় সবুজ, 
বাসস্থান-সঙ্কটে উড়ে যায় পাখি, পতঙ্গ
প্রতিটি গাছ যথারীতি নিঃসঙ্গ ও অবুঝ।

মায়ানগরী | জয়িতা বসাক

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
জয়িতা বসাক
 
মায়ানগরী

একটা মুছে যাওয়া ঘোলা বিকেলকে 
অতর্কিতে রাঙিয়ে তোলা যায়
বিন্দু বিন্দু আলোর ফাল্গুনী রঙে;
জীর্ণ শাখা-প্রশাখার শরীরে শরীরে
বোনা যায় শিমুলের সোহাগী লাল আদর

রং | প্রতিজ্ঞা


 

বাতায়ন/রং/সম্পাদকীয়/২য় বর্ষ/২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | সম্পাদকীয়
 
প্রতিজ্ঞা

"নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লালসা, অপরিমিত লোভের শিকার হয়ে পশুর থেকেও অধমভাবে জীবনের সমস্ত স্বপ্ন, শিক্ষা, বিশ্বাস জলাঞ্জলি দিয়ে অকালে ঝরে যেতে হয়।"

 
প্রথমেই বাতায়ন পরিবারের সকল সম্মানীয় সদস্যকে জানাই দোলের অন্তহীন শুভেচ্ছা। রবীন্দ্রনাথের কথায় প্রাণের ব্যর্থ আবর্জনা আগুনে ফেলে সকলেই নির্মল হয়ে উঠুক। যার যার নিজস্ব প্রতিভা বিকশিত হোক।

ভালবাসার ফাগুন | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/রং/ছোটগল্প/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছোটগল্প
সঙ্ঘমিত্রা দাস
 
ভালবাসার ফাগুন

"এবার দোলের ছুটি দুদিন। পরের দিন  আবার রবিবার। আরো দুদিনের ছুটি অ্যাপ্লাই করে সাথী কার্শিয়ং যাবার জন্য টিকিট কাটল। এই প্রথম সুবীর ওর কাছে নেই। কোলকাতা যেন গিলতে আসছে ওকে। ট্রেনের টিকিটহোটেল বুকিং সব সেরে মাকে জানাল।"

 
সুবীরের উপর রাগ করে তিন মাস মায়ের কাছে এসে আছে সাথী। প্রথম দিকে মনে হতো সুবীর নিশ্চয়ই থাকতে না পেরে নিতে আসবে। আগে কয়েকবার হয়েছে এমন। সাথী রাগ করেছে আর ও রাগ ভাঙাতে কত কিছুই না করেছে। কিন্তু এবার ব্যাপার অন্যরকম। আট বছরের প্রেমের পর বিয়ের ডিসিশন যেদিন নিয়েছিল সুবীর ওকে আগলে রাখার অঙ্গীকার করেছিল হাতে হাত রেখে। কিন্তু গত পাঁচ বছরে সম্পর্কে এসেছে নানা টানাপোড়েন। একসাথে ঘর করা আর প্রেম করা যে এক নয় সেটা ওরা প্রতি মুহূর্তে টের পেয়েছে। সুবীর বাড়িতে ভীষণ গোছানো এবং সংযত ব্যবহারে থাকে, অথচ সাথী হইচই করে মাতিয়ে রাখতেই অভ্যস্ত। শাশুড়ি মাও চাকরি করা, বাইরে বের হওয়া বিশেষ পছন্দ করেন না। একপ্রকার ছেলের পছন্দের কাছে বাধ্য হয়েই মাথা নুইয়েছেন। তাছাড়া ছোট বোনের বিয়ের আগে দাদা বিয়ে করে ঘরে বউ আনুক এমনটা ওর শাশুড়ি মা বা ননদ কেউ চায়নি। হাবেভাবে সেটা তারা বুঝিয়েও দিত বারবার। ননদের চিন্তা ছিল দাদা হয়তো সাথীর কথায় ওর বিয়েতে ঠিকঠাক খরচাপাতিও করবে না। এসব ভাবনাগুলো সাথীকে কষ্ট দিত।

রং | উদয় মণ্ডল

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
উদয় মণ্ডল
 
রং

সেদিন ছিল ফাগুন মাস
পলাশ রাঙা বনে,
দেখেছিলাম তোমায় আমি
শান্তিনিকেতনে

কবিতাগুচ্ছ | তুষার রায় | দেখে নেবেন


 

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | দেখে নেবেন
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
তুষার রায়

"উল্লেখযোগ্য সাহিত্যপ্রতিভার অধিকারী এই দুই ভাইই ছিলেন অত্যধিক নেশাসক্ত। নানা ধরনের নেশা করতেন তাঁরা। তাঁদের প্রধান নেশা ছিল ড্রাগের। মাত্রাতিরিক্ত নেশাসীমাহীন দারিদ্র্যঅবিশ্বাস্য আত্মনিপীড়ন- এইসব কিছুই ছিল তাঁদের অকালমৃত্যুর কারণ।"

দেখে নেবেন
 
বিদায় বন্ধুগণ, গনগনে আঁচের মধ্যে
শুয়ে এই শিখার রুমাল নাড়া নিভে গেলে
ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা।

রঙিন বসন্তে | গোবিন্দ মোদক

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
গোবিন্দ মোদক
 
রঙিন বসন্তে

বাতায়নে ফুল ফুটেছে 
হরেক রকম বাহার, 
শিমুল পলাশ লাল করেছে 
পুরুলিয়ার পাহাড়

রাঙিয়ে দাও | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
 
রাঙিয়ে দাও
 
অশোক পলাশ ফাগুন আগুন দিনে
ভালবাসার আবির রং লেগেছে
ফুলের বনে বনে;
কুহু কুহু কোকিল গাছের ডালে বসে 
বসন্ত দিনের বার্তা দেয় শুধু আনমনে;

মনখারাপের বৃষ্টিনীল মলাটের উপর একটা রঙিন প্রজাপতি | দীপক বেরা

বাতায়ন/রং/গদ্য/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | গদ্য
দীপক বেরা
 
মনখারাপের বৃষ্টিনীল মলাটের উপর একটা রঙিন প্রজাপতি


"শাড়িতে শাড়িতে আকাশ চমকায়। মনখারাপের এই দেশে মেঘে মেঘে ভাসে চুপড়ি-সিঁদুর। আমার ঘরে শনিমরচে ধরা লোহা আর মৃদু বজ্রপাত! গোপনীয়তার যাবতীয় রং আমার আত্মগোপনের পাতায় সঙ্গম-শূন্য বৃষ্টিনীল মলাটে ঢাকা।"
 
রং-টা কিছুতেই যখন মেলাতে পারছি না, তখন তাকে দিয়েছিলাম পলাশের অশ্রু ও ঐশ্বর্য। অথচ রং-মিলান্তির খেলায়— রং তো কোথাও না কোথাও মিলেই যায়। প্রশ্ন করি, কোন অভিসারে তোমার রং-মিলান্তি হল? আসলে, ওটা যে এক কিশোরের থেকে চুরি করা। হায়, বর্ণিল নারী! তুমি বেশ সফল এবং নিরাপদ দূরত্বে থাকো।

ফিকে রং | কমলকুমার মণ্ডল

বাতায়ন/রং/গল্পাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | গল্পাণু
কমলকুমার মণ্ডল
 
ফিকে রং

"রূপাঞ্জনের হাতে রক্ত পলাশের মালা এগিয়ে যাচ্ছে নীলাদ্রির দিকে। বসন্তের পড়ন্ত বিকেলে বন্ধুদের করতালি আর পলাশে মোহিত ওরা দুজন শপথ নেয় একসাথে পথ চলার।"
 
সেদিন বন্ধুরা মিলে পলাশবনে পিকনিকের আমেজে। দৃষ্টিসীমায় শুধু রক্তপলাশ। শহরের কংক্রিটের জঙ্গলে থেকে হাঁপিয়ে ওঠা জীবনে এক মরূদ্যান। মনের জানালায় বসন্ত যেন খিলখিলিয়ে হাসছে

রঙিন | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
 
রঙিন
 
চারপাশে যাই থাক, কী-বা যায় আসে?
সেই তো রঙিন, যার মনে রং থাকে,
কালিমা ছড়ানো যদি থাকে আশেপাশে—
তাকেই কাজল করে দু চোখে সে আঁকে।

কবিতাগুচ্ছ | তুষার রায় | আমি বাঘ

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | আমি বাঘ
তুষার রায়
 
আমি বাঘ
 
আপনাদের পোষা বেড়াল বাচ্ছাদের সঙ্গে বাড়তে বাড়তে
মিউ মিউ ডাকের মধ্যে গর্জন করে উঠেছি
হলুদ শরীরে ক্রমশ স্পষ্ট কালো রেখাগুলোই বলে দিচ্ছে -
তুমি বেড়াল নও, তুমি বাঘ,

পলুকে শিমু | অলক চক্রবর্তী

বাতায়ন/রং/হলদে খাম/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | হলদে খাম
অলক চক্রবর্তী
 
পলুকে শিমু

"যখন বায়ু কোণে মেঘ জমে আর নৈঋত কোণ থেকে তেরছা রোদ তোমাকে উজ্জ্বল করে—চোখ ফেরাতে পারি না। তুমি নির্বিকারে বৃষ্টিতে ভেজোভাবি আমার অপেক্ষায় তুমি বৃষ্টিকে উপেক্ষা করলে। তুমি রৌদ্রে দাঁড়িয়ে থাকলেবৃষ্টিতে ভিজলেমায়াবী জ্যোৎস্নায় জাগলে সারা রাত।"
 
আমার প্রিয়, প্রিয়তম পলু,
 
তোমাকে ফোন করতে পারতাম, করিনি। এসএমএস—না, হোয়াটসঅ্যাপ—না, সবাই দেখুক তাই ফেসবুকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। অনেক ভেবে চিঠি লিখতে বসলাম। আসলে চিঠি লিখতে আমার খুব ভাল লাগে।

রঙে রাঙা | অরুণ কুমার দাঁ

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
অরুণ কুমার দাঁ
 
রঙে রাঙা
 
রঙে রাঙা মনে ভাঙা 
দাঁড়িয়ে পলাশ ডাকছে ওই 
দুঃখ নিয়েও হাসছি আমি -
আমি তো কারো প্রেম নই!

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান | শম্পা সামন্ত

বাতায়ন/রং/গদ্য/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | গদ্য
শম্পা সামন্ত
 
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

"কীভাবে সূর্যের নাগাল পেলাম জানি না। কীভাবে লতাগুল্ম ছাড়িয়ে ছুটে গেলাম জানি না। সেদিনের মতো আজও লুব্ধককালপুরুষের অমোঘ টানে। অরণ্যের গম্বুজেসপ্তর্ষিমণ্ডলে নীহারিকায়মিল্কি গ্যালাক্সিতে।"
 
কাল এখানে যাব। রক্তে রক্তে শিরায় শিরায় প্রবাহিত এক আরামের স্রোতের নাম শান্তিনিকেতন। বহুদূর থেকে যে বাঁশির মন্দ্র আমাকে ডাকে। আয় চলে আয়। পাগল পারা মন আমার ভেসে যেতে ইচ্ছা করে ফাগুনের হাওয়ায় হাওয়ায়। যেখানে আছে পূর্ণিমাসন্ধ্যা ফাগুনের রজনিগন্ধায় ডুব দেব রূপ সাগরের অতল স্পর্শে।

ডেঁয়োর দুঃখু | স্বপনকুমার পাহাড়ী

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
স্বপনকুমার পাহাড়ী
 
ডেঁয়োর দুঃখু
 
বিষ্টি ধোওয়া হলদে রোদে
পিঠ দিয়ে সে ছাঁকছে বোঁদে

ফুল | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
ফুল
 
কিছু পণ্য দিশারী ফুল
রেখে এসেছি
কোথায়?  জানি না
হতে পারে পলাশ কিংবা
রডোডেনড্রন

কবিতাগুচ্ছ | তুষার রায় | চাবি

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | চাবি
তুষার রায়
 
চাবি
 
প্রতিটি তালার কাছে আপন চাবির কথা ভাবি
প্রতিটি পাতায় যেন আশা করা মহৎ কবিতা
এভাবেই ভালোবাসা প্রতিটি পাথর ছুঁয়ে ছুঁয়ে
চালভূঁয়ে এরকমই মেনে যেতে যেতে তুমি

চিরদিনের | কেয়া নন্দী

বাতায়ন/রং/গল্পাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | গল্পাণু
কেয়া নন্দী
 
চিরদিনের

"সেদিন দুলাল গম্ভীর মুখে বলল, ‘তোমার বোনের বায়না রক্ষার্থে কাল আমরা শান্তিনিকেতন যাচ্ছি।’ সারা রাস্তা নিশ্চুপ দুলাল। ভয় করছিল সুনীতার।"
 
আজকাল আয়নায় আটকানো পুরনো টিপগুলোর মতো সুনীতার নিজেকে বেশ বিবর্ণ লাগে। তাই তো দুলাল আর…। ভেসে আসা কুহুতানে বুকটা খাঁখাঁ করে

ফেরি | পুনম বোস

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
পুনম বোস
 
ফেরি
 
মুখগুলো অদ্ভুত রংতুলিতে এঁকে নিচ্ছে রোজনামচার জীবন
সহজিয়া যা কিছু ঢাকা ওই কঠিন পলেস্তরায়
গোপন অভ্যেসে উড়ে যায় শঙ্খচিল অবেলায়...

আনন্দ ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
সুশান্ত সেন
 
আনন্দ ও অন্যান্য
 
 
আনন্দ
 
তুমি এসেছিলে এক রক্তাভ সন্ধ্যায় 
হেসেছিলে 
পাশে এসে হাত ধরেছিলে
রক্তাভ সন্ধ্যায় হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে...

রঙের উৎস | সুশীল বসাক

বাতায়ন/রং/প্রবন্ধ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | প্রবন্ধ
সুশীল বসাক
 
রঙের উৎস

"লাল গোলাপে লাল রং নেই। শুনতেও কেমন অবাক লাগে। লাল গোলাপে যখন সাদা আলো পড়ে তখন গোলাপের পৃষ্ঠটি লাল ব্যতীত অন্যান্য সকল তরঙ্গকে শোষণ করে নেয় এবং লাল রঙের তরঙ্গগুলিকে প্রতিফলিত করে।"
 
মনে পড়ে কি সাদাকালো পৃথিবীটাকে? আমরা আশির দশকে এই সাদাকালো পৃথিবীটাই দেখতাম টিভিতে। তার পাশাপাশি আজকের এলইডি টিভির রঙিন বর্ণচ্ছটা কল্পনারও অতীত। দেখার আনন্দই আলাদা। সত্যি, রং ছাড়া জীবন যেন অনেকটাই ফিকে। প্রকৃতির নানা রংবাহারের রোজকার সাক্ষী আমরা। সবুজ বনানী থেকে শুরু করে পাহাড়, নদী, ঝরনা

ধার করা রং | শর্মিষ্ঠা ঘোষ

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
শর্মিষ্ঠা ঘোষ
 
ধার করা রং
 
ওর আনন্দ ছুঁইয়ে দিলে আমার গালে 
আবির লাগে তরুণ আলোর ফাগুন দিনে 
উদাস এবং খুব সচেতন এক নৌকোয় 
দুঃখ ও সুখ একসঙ্গেই ভাসতে থাকে

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)