প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, August 31, 2024

বরষা | বিচার চাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/ধারাবাহিক/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | ধারাবাহিক গল্প

পারমিতা চ্যাটার্জি

বিচার চাই

[১ম পর্ব]


"একটা কালো অ্যাম্বাসাডর এসে তাদের পাশে দাঁড়ায় আর অভ্যস্ত একটানে নীলাকে মুখ বন্ধ করে গাড়িতে তুলে নেয়। ঘটনার আচম্বিতে সুপর্ণা কিছুক্ষণ হতভম্ব হয়ে যায়তারপর হেল্প হেল্প করে ছুটতে থাকে।"


আজ সকাল থেকেই রিমঝিম বৃষ্টি, সুপর্ণার মনটাও মেঘ ভরা আকাশের মতন ভার হয়ে আছে। ব্যালকনিতে বসে সে খবরের কাগজের অপেক্ষা করছে। নিজেই মাইক্রোওভেনে গরমজল করে টি-ব্যাগের সাহায্যে এক কাপ চা বানিয়ে ব্যালকনিতে বসল। বর্ষার সকাল চা ছাড়া ম্লান হয়ে যায়। বর্ষার জলেই তার ব্যালকনির গাছগুলো ভিজে যাচ্ছে আজ আর তাকে আলাদা করে গাছে জল দিতে হবে না।

বরষা | শ্লোগান ও অন্যান্য | সৌমিত্র উপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতাণু/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতাণু

সৌমিত্র উপাধ্যায়

শ্লোগান ও অন্যান্য

শ্লোগান


জোরে জোরে নিতে পারো শ্বাস
সুখের বাতাস ধীরে ধীরে যাচ্ছে ফুরিয়ে
দূরে কোথাও মাটিমাখা মেঘ

বরষা | বৃক্ষরোপণ | কমলকুমার মণ্ডল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/গল্পাণু/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | গল্পাণু

কমলকুমার মণ্ডল

বৃক্ষরোপণ


"পার্থেনিয়ামের ফুলগুলি হাসছে। টিকে থাকবে এরা। সদ্য লাগানো গাছগুলো ঘুমিয়ে পড়বে একদিন। একই জায়গায় আরো কত চারাগাছ লাগানো হবে। ওরাও টিকে থাকবে, তবে সমাজ মাধ্যমেহাসিমুখে!"


নৈঋত হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে ক্লাবের দিকে রওনা দিল। গোটা পঞ্চাশের মতো চারাগাছ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। দিন কয়েক আগেই কয়েকজন মিলে জায়গা দেখে এসেছে শহরের গলি-ঘুপচিতে।

বরষা | আমার শিউলি | বিশ্ব প্রসাদ ঘোষ

 

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

আমার শিউলি


এই ঘনঘোর বর্ষায় একটি
শিউলি গাছ লাগিয়েছি, 
যাতে হেমন্তে যখন তুমি
কিছুটা ম্রিয়মান থাকো, 
শুভ্র সৌন্দর্যে তোমাকে খুশি রাখবে। 

বরষা | কবিতাগুচ্ছ | রাম বসু | জয়তী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

কবিতাগুচ্ছ

রাম বসু

জয়তী


হাতে হাত রেখে বললে
একটা কথা শোনাতে এলাম
আমি বেঁচে আছি।

বরষা | সুর | কল্যাণ গঙ্গোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/গল্পাণু/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা গল্পাণু

কল্যাণ গঙ্গোপাধ্যায়

সুর



 

"তাদের দেখা হল প্রায় তিরিশ বছর বাদে। সেদিন বেকার বিতানের হাতে ছাড়তে চায়নি সুছন্দার বাবা-মা। কত জমে থাকা কথা শুরু করার আগেই বিতানের ফোন বেজে উঠল।"


বিতানের মুখোমুখি হতেই হাতের ব্যাগ সামলে সুছন্দা বলল, ‘তুমি!’
বিতানও এতদিন বাদে সুছন্দাকে দেখে অবাক। মাসখানেক হল সে বিদেশের পাট চুকিয়ে এখন কলকাতায়।

বরষা | এক চিলতে জমি | দীপক বেরা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

দীপক বেরা

এক চিলতে জমি


পেট ভর্তি ভাত খাওয়ার বদলে, কেউ 
মাথা চিবিয়ে খায়, ঘিলু খায় রসেবশে
আর
আগামী নাটকের মুষলপর্ব রচনা করে। 

বরষা | যখন বর্ষা এলো | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

তন্ময় কবিরাজ

যখন বর্ষা এলো


যখন বর্ষা এলো
নাটকের দুজন তখন খুব ঘামছে
জানালা খুলছে-

বরষা | তার-আমার | তাপস মাইতি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

তাপস মাইতি

তার-আমার


একদিন সকাল সকাল বৃষ্টি ভেঙে
শরীরকে তুচ্ছ করে এগিয়ে গিয়ে দৃষ্টি রেখেছি
অথচ সেখানে কোনো আশানুরূপ ফল নেই।
তবু পায়ে লাগা কিছু ঘাসের শব্দ দেখি
আমার পাঁজর ফুঁড়ে বলছে, সে আসছেই

বরষা | ভ্রমর | কুশল মৈত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

কুশল মৈত্র

ভ্রমর


এমনি উষ্ণ দিনে পাতায় পাতায় স্বপ্ন দোলে
ভালবাসার রূপকথারা ভ্রমর হয়ে
                                মাধবীলতায়;
কথার পিঠে কথারা সব
জীবন আঁকে রঙিন বসন্তেতে

বরষা | বৃষ্টিলেখা | নজর উল ইসলাম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

নজর উল ইসলাম

বৃষ্টিলেখা


রুকুসুকু জীবন বোঝে ইচ্ছেডানায় ফেরা
সব ঋতুরই গন্ধ আছে আগুন লেখায় ঘেরা 
বাষ্পসুখে আবহমান অনুসঙ্গের কাতরতায় 
মেঘমোহে সে ফুটন্ত মায়া রহস্যে মাতায় 

বরষা | বৃষ্টি চাইতেই | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

বৃষ্টি চাইতেই


বৃষ্টি চাইবলতেই
সাড়া দিল কালো কালো মেঘ।
পলক ফেলতেই
বৃষ্টি হয়ে নেমে এল
মাটির সবুজে,

বরষা | কবিতাগুচ্ছ | রাম বসু | গজেন মালী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

কবিতাগুচ্ছ

রাম বসু

গজেন মালী


“দ্বীপান্তরেই যদি চলে যায় গজেন মালী
বাঁচব কী করে? মন হবে শুধু চরের বালি।”
বুক চাপড়িয়ে আছড়িয়ে পড়ে ঝড়ো বাতাস
বিদ্যুৎ-নখ ফাল করে কালো আকাশ।

বরষা | বৃষ্টি তোমার জন্য | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

বৃষ্টি তোমার জন্য


সবাই জেনে গেছে
মেয়েটি বৃষ্টি ভালবাসে—
তাই তার মন খারাপ হলেই

বরষা | ৬টা বাজার আগে | শাশ্বত বোস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/ধারাবাহিক/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | ধারাবাহিক গল্প

শাশ্বত বোস

৬টা বাজার আগে

[১ম পর্ব]

"এইরকম বাঁশ ঝাড়ের ভেতর দিয়েই তো এক হাতে মাছ আর অন্য হাতে হুইল ছিপ নিয়ে ফিরছিল ও। হঠাৎ করে ছেলেবেলার একটা ঝলক যেন ওর চোখের সামনে ভেসে উঠল। ছোটদিদা বলত-হইন্ধ্যার ফথে বাঁশের বাগান ডিঙাইয়া মাছ লইয়া ফিরবা-না বাপ, অগো নজর লাগে।"


দিল্লি রোডের ধারে উমাঙ্গ কাঁটা নামের বহুকাল বন্ধ হয়ে পড়ে থাকা দোকানটা পেরিয়েই, থেমে গেল গাড়িটাবেশ কিছুক্ষ ধরেই ইঞ্জিনে একটা ভাইব্রেশন পাচ্ছিল অর্ণাভ, সাথে একটানা একটা বিচ্ছিরি ঘড়ঘড়ে আওয়াজব্রেকে পা দিয়ে ক্লাচে চাপ দিলে একটু যেন হড়কাচ্ছিলও গাড়িটাজায়গাটা অর্ণাভ ছোট থেকে দেখে আসছে, অনেক আগে এইখানটাতে 

বরষা | ভেজাও জলধারা বাহে | শম্পা সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

শম্পা সামন্ত

ভেজাও জলধারা বাহে


জলদ ঘন মেঘ, হে আষাঢ় শ্রাবণ!
এসো তোমার অভিসারিকার মালা পরাও এবার।
বাজাও মোহন বাঁশি।

বরষা | বর্ষা যাপন | স্মরজিৎ ব্যানার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

স্মরজিৎ ব্যানার্জি

বর্ষা যাপন


মেঘের উপর মেঘ জমেছে অঝোর ধারায় বৃষ্টি 
গাছের পাতায় জল জমেছে আর চলে না দৃষ্টি,
জানলা দিয়ে আকাশ দেখি হয়তো বা আনমনা 
মেঘের চাদর সরিয়ে হঠাৎ আসছে আলোর কণা।

বরষা | শ্রাবণের অতিথি | ডরোথী ভট্টাচার্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/ধারাবাহিক/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | ধারাবাহিক গল্প

ডরোথী ভট্টাচার্য

শ্রাবণের অতিথি

[১ম পর্ব]

"কথা দিন সামনের রবিবার আসবেন। অরিন্দম নেই তাতে কী হয়েছেআমি বুঝি আপনাকে একটু
রান্না করে খাওয়াতে পারি নাস্বাতীর জোরাজুরিতে অনুভব না বলতে পারল নাবলল বেশ আসার খুব চেষ্টা করব। বলে আস্তে আস্তে নীচে নেমে গেল।"


ক্রিং, ক্রিং, ক্রিং
কলিং বেলটা বেশ জোরে বেজে উঠল। আজ রবিবার, অফিসের তাড়া নেই। স্বাতী তাই একটু বেলা অবধিই
গড়িয়ে নিচ্ছিল। বেলের আওয়াজ হতেই ধরমরিয়ে উঠে পড়ল। নিজেকে কিছুটা বিন্যস্ত করে নীচে নেমে গেল।
আই গ্লাসে চোখ রাখতেই চোখে পড়ল এক অনেকদিনের পরিচিত মুখ। আস্তে আস্তে দরজাটা খুলে দিল।

বরষা | কবিতাগুচ্ছ | রাম বসু | পরামর্শ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

কবিতাগুচ্ছ

রাম বসু

পরামর্শ


অনেক সময় ভাবি;
আমি কে? কোথায় আছি?
অনেক সময় সার্কাসের ভাঁড়ের মতো খেলা দেখাই
আর কেউ হাসছে না দেখে নিজেই হেসে উঠি।

বরষা | সঙ্গোপন | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

পারমিতা চ্যাটার্জি

সঙ্গোপন


কত বৃষ্টি জমে আছে শ্রাবণ আকাশে--
একফোঁটা কি পরবে না ঝরে মনের উঠোনে—
কত কথা বলেছিলাম নির্জন শ্রাবণ সন্ধ্যায়
কত কথা এখনও রয়েছে বাকি মনের আঙিনায়—

বরষা | কথামেঘ | পাপিয়া অধিকারী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

পাপিয়া অধিকারী

কথামেঘ


শ্রাবণ দিনে মেঘ জমেছে খুব 
চুপকথারা ঝরার অপেক্ষায় 
বাদল হাওয়া বইছে দারুণ বেগে 
আগল ঠেলার নেই কোনো তার দায় 

বরষা | মেঘফুলের ভাষা লিখি | নজর উল ইসলাম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

নজর উল ইসলাম

মেঘফুলের ভাষা লিখি


শুধু আকাশ চেয়েছিলাম অবর্ণন সঞ্চারি মন ভাসানো 
পেয়ে যাব সাধনার নীল সব অঙ্কুরের উন্মোচন 
সে তো ভাষ্য-প্রতিভাষ্যের মুখর অন্তরা 
মিলনের নির্মিত আশ্রয় সহমর্মী অন্তর্লীন দিব্যভূমি 

বরষা | বর্ষারহস্য | দেবারতি গুহ সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

দেবারতি গুহ সামন্ত

বর্ষারহস‍্য


শূণ‍্য থেকে পূর্ণ হওয়ার মুখে,
যখন জানালা দিয়ে গলে না রোদ,
বেয়াড়া বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দেয়,
নাক, চোখ, ঠোঁট, গাল, চিবুক।

বরষা | কবিতাগুচ্ছ | রাম বসু | একটি হত্যা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

কবিতাগুচ্ছ

রাম বসু

একটি হত্যা


ও যেখানে পড়ে আছে রক্তপদ্ম ফুটেছে সেখানে।
জনহীন রাজপথ সংজ্ঞাহীন ট্রামের লাইন
ও পাশে নিষ্প্রাণ বাড়ি জড়সড় অন্ধকার মুখে
কয়েকটা পুলিশ ট্রাক, হেলমেট, রাইফেল জীপ,
একটা শেলের শব্দ, মাটি ফেটে ধোঁয়ার নাগিনী
পাক খেয়ে উঠে পড়ে, শূন্যে দোলে চক্রময় ফণা।
রক্তাক্ত সে শুয়ে আছে পৃথিবীর সান্ত্বনার কোলে।

বরষা | মেঘের দরজা খুলে | তুষার ভট্টাচার্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

তুষার ভট্টাচার্য

মেঘের দরজা খুলে


ঘনঘোর মেঘ শ্রাবণ বাদল রাত্তিরে
টাপুরটুপুর বৃষ্টি মাদল শব্দ গান
টিনের চালায় উড়ে এলেই
আমি আধো ঘুম স্বপ্নের ভিতরে আবার  
ফিরে যাই ভোরের কৈশোরে 

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)