প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, September 30, 2023

গহনার পুতুল | সীমা ব্যানার্জী-রায়

বাতায়ন/ধারাবাহিক/১ম বর্ষ/২১তম সংখ্যা/১২ই আশ্বিন, ১৪৩০

ধারাবাহিক গল্প

সীমা ব্যানার্জী-রায়

 

গহনার পুতুল

[৩য় পর্ব]

 

পূর্বানুবৃত্তি নিনা অভিমান ভরে পার্থকে তার মানসিক অভাবের কথা বললেও পার্থ পাশ কাটিয়ে গেল। এদিকে অফিস-সেক্রেটারি ডিভোর্সি, বুদ্ধিমতী প্রিয়া পার্থর মানসিক অশান্তি আন্দাজ করে পার্থর সান্নিধ্যের জন্য মুখিয়ে ছিল। সুযোগ মতো দুজনেই দুজনের দিকে অগ্রসর হল। প্রিয়ার বাবা-মা’ও এতে খুশিই হল। নিনাকে ডিভোর্স করে প্রিয়াকে বিয়ে করল পার্থ। তারপর…

 

পার্থ নতুন আর একটা চাকরিতে যোগ দিল। আবার ঘরে ফিরতে দেরি করতে লাগল। প্রিয়া সময় মতো ঘরে ফিরে পার্থর পথ চেয়ে বসে থাকে! অনন্যাদেবী নিজের স্বভাব মতোই চলতে লাগলেন, গরিবের মেয়ে বলে প্রিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করতে লাগলেন।

Saturday, September 23, 2023

সবাই রাজা

বাতায়ন/সম্পাদকীয়/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

সম্পাদকীয়

সবাই রাজা

সম্প্রতি বিশ্বকর্মা ও গণেশ পুজো হয়ে গেল বেশ আড়ম্বর করে। প্রথম পুজোটা বাংলার শিল্প-ইতিহাসের সাক্ষ্য বহন করে, আর দ্বিতীয় পুজোটা মোক্ষ তথা সিদ্ধিলাভের আরাধনা। অধুনা পশ্চিমবঙ্গের শিল্প-নদীতে চড়া পড়লেও দুই-তিনদিন ব্যাপী যন্ত্রদেবতার সমগ্র উপাসকগণের উন্মাদনা আর কিছু না হোক আবগারি বিভাগের ভাণ্ডার কানায় কানায় পূর্ণ করেছে এ কথা উপলব্ধি করতে বিশেষ মননের প্রয়োজন পড়ে না। জনতার সুবিধা-অসুবিধা, পরিবেশের তোয়াক্কা, সর্বোপরি ভয়ঙ্কর অসুস্থ, মরণাপন্ন রোগীর অ্যাম্বুল্যান্স পরিষেবার কথা কে আর মাথায় রাখে!

স্পর্শ | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
সৈয়দ হাসমত জালাল

স্পর্শ

তোমার ক্লান্তির ভেতরে তখন স্তব্ধ নির্জন উষ্ণ প্রহর

তপস্বীর তৃষ্ণা মিটুক | অজয় দেবনাথ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
অজয় দেবনাথ

তপস্বীর তৃষ্ণা মিটুক


আমাকে ছুঁয়েছ তুমি সে-ভাবেই
যে-ভাবে চাঁদ ছুঁয়ে যায় প্রেমিক হৃদয়
 

গহনার পুতুল | সীমা ব্যানার্জী-রায়

বাতায়ন/ধারাবাহিক/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

ধারাবাহিক গল্প
সীমা ব্যানার্জী-রায়

গহনার পুতুল
[২য় পর্ব]

 

পূর্বানুবৃত্তি বাবা-মায়ের একমাত্র আদরের মেয়ে নিনার বিয়ে হয় বাড়ির কাছাকাছি পার্থর সঙ্গে। সামাজিক রীতি মেনে নিনাকে গা ভরতি গহনায় সাজিয়ে দেন তার বাবা-মা। শ্বশুরবাড়িতে কোন কাজই করতে দেন না শাশুড়ি, এমনকি পার্থর অফিস যাওয়া এবং ফেরার সময়ও তিনি নিজে হাতেই পার্থকে খেতে দেন। রাত্রে পার্থ বাবা-মা’র সঙ্গে গল্প করে যখন ঘুমোতে আসে ততক্ষণে ঘুমিয়ে পড়ে নিনা। তারপর…

এদিকে নিনা এবং পার্থ বুঝতে পারছিল যে, ওদের বিয়ে ওদের প্রয়োজনের জন্য হয়নি। পার্থ নিনার কাছে যেন একটা পুরুষ মাত্র। সে যখন নিনার কাছে আসে। তাকে দেখেই নিনার কচি-কোমল মুখ বিষাদে কালো হয়ে ওঠে। পার্থ অসহায় বোধ করতে লাগে! বৌয়ের বিষণ্ণ মুখ, মায়ের সতর্ক দৃষ্টি সবকিছু তাকে অসহ্য করে তুলল। ফলে পার্থ সময় মতো ঘরে ফেরার উৎসাহই হারিয়ে ফেলল। নতুন বিয়ে করায় ঘরে তাড়াতাড়ি ফেরার যে একটা ইচ্ছা ছিল, সেটা কেমন যেন ফ্যাকাশে হতে লাগল রোজ দিন। এটাই তাহলে সবল অনুমান যে, পার্থ নিনাকে গভীরভাবে ভালবেসে ফেলেছিল।

কবিতা পাঠ | শংকর ব্রহ্ম

বাতায়ন/অন্য চোখে/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

অন্য চোখে
শংকর ব্রহ্ম

কবিতা পাঠ

               

বিশেষ প্রকারের আনন্দ দেওয়াই কবিতার প্রধান কাজ। কবিতা পাঠের আনন্দ আর অন্য পাঁচ রকমের আনন্দ থেকে আলাদা, বুঝতে হবে। আর তা না হলে, সাধারণ আমোদ-প্রমোদ বা কবিতা পড়ার আনন্দের মধ্যে কোন তফাৎ থাকে না।

কবি ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজ কবিতা পাঠের আনন্দের মধ্য দিয়েই তার লক্ষণ বিচার করেছেন। তবে তারা কবিতা পাঠের আনন্দকে অন্যান্য আনন্দ থেকে আলাদা করে দেখাননি। ফলে, সমালোচনার হাত থেকে তারা রেহাই পাননি।

অন্তরালে | খগেশ্বর দাস

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
খগেশ্বর দাস

অন্তরালে


যতক্ষণ আলো থাকে চোখের পলক খুলে রাখি
দৃষ্টি থেকে যেন কোন মহিমা বাদ না পড়ে যায়
পলকের মুহূর্তে আঁধারে হারায় যে সম্ভাবনা
কীভাবে এড়াব তার দায়।
 

শেকড় থেকে মেলব ডানা | সৌম্য ঘোষ

বাতায়ন/গদ্য/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

গদ্য
সৌম্য ঘোষ

শেকড় থেকে মেলব ডানা

একটা শিকড় আছে। আমার অস্তিত্ব কোথাও না কোথাও প্রোথিত আছে। কেউ কি অস্বীকার করতে পারবে নিজের জন্মবিন্দুর দাগকে? আমি যে পথ চলছি প্রতিদিন, সেটা কোথাও না কোথাও থেকে শুরু হয়েছিল। আমার আগে কেউ ছিল। তারও আগে কেউ ছিল। তারও বহু আগে কেউ এই পথচলা শুরু করেছিল। তাদের ধারাবাহিকতা আমি বহন করছি। তাদের দিনগুলো প্রলম্বিত হতে হতে আমাদের পর্যন্ত এসেছে। এই উত্তরাধিকার আমার মাধ্যমে হস্তান্তর হবে আমারই ভূগোলের উত্তর-প্রজন্মের কাছে। প্রজন্মান্তরে চলতে থাকবে এর ধারাবাহিকতা।

সুখী গৃহকোণ ও অন্যান্য | অলক চক্রবর্তী

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতাণু
অলক চক্রবর্তী

সুখী গৃহকোণ ও অন্যান্য

সুখী গৃহকোণ



অন্ধকারে নীল মাখে কোন পাখি?
দশটা তীর ঘুমায় দশদিক
ডানার ভিতর আগুন গুটিশুটি
রূপকথারা জ্যোৎস্না-জ্যোৎস্না ঘরে।

ভাগশেষ | অরূপ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
অরূপ

ভাগশেষ


দধীচির হাড়ে তৈরি অস্ত্র আজ নৃশংসতায় মাতে,
নরকের আগুনে পুড়ে গেছে পুরুষের অস্থি।
বিপরীত লিঙ্গ খাদক দানব দাপিয়ে বেড়াচ্ছে চারদিক;
রক্তের স্রোতে ভেসে গেছে হৃদয়,
পুরুষ পিতা আদম কেড়ে নিয়েছেন সুচেতনা।
 

বুদ্ধিই বল | পীযূষ কান্তি সরকার

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

গল্পাণু
পীযূষ কান্তি সরকার

বুদ্ধিই বল


শেষ বিকেলে রৌনকদের সঙ্গে নিয়ে সিনিয়ররা এল চারতলার ছাদে। একটা চেয়ার দেখিয়ে রৌনককে বলা হল দশ গোনার সঙ্গে সঙ্গে মাঠে পৌঁছে দিতে হবে। গোনা শুরু করলেন ক্যাপ্টেন— ওয়ান... টু... থ্রি... কই রে অনেক সিঁড়ি ভাঙতে হবে। ফোর... ফাইভ... সিক্স... সেভেন… এবার তুই গেলি... এইট…

নিন্দা ও অন্যান্য | বিমল মণ্ডল

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতাণু
বিমল মণ্ডল

নিন্দা ও অন্যান্য

নিন্দা

সত্যের সুযোগ নিয়ে নিন্দা করুক
তাকে পেতে দাও এইটুকু সুখ।
 

শ্রাবণ সন্ধ্যা | অমলেশ কুমার ঘোষ

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

গল্পাণু
অমলেশ কুমার ঘোষ

শ্রাবণ সন্ধ্যা 


মায়ের কথায় অফিস ছুটি নিয়ে বাগানবাড়ির তদারকিতে অনিকেত। তিনদিনের টানা বৃষ্টি, হাঁটুজল। শ্রাবণের বৃষ্টি-ঝরা নির্জন সন্ধ্যায় ঘাসের লনে হঠাৎ ভিজতে নেমে পড়া, মন চলে যায় দূরে…

অশরীরী | শোভনলাল ব্যানার্জী

বাতায়ন/ছোটগল্প/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

ছোটগল্প
শোভনলাল ব্যানার্জী

অশরীরী


অভিশপ্ত ২০২০। আমাদের কিছু বুঝে ওঠার আগেই করোনা মহামারি একে একে কেড়ে নিয়েছে কত প্রাণ। চারিদিকে লকডাউন চলছে। হঠাৎ একদিন বাবার ভীষণ শ্বাসকষ্ট। মা উপায়হীন হয়ে ছোটাছুটি করছে। আমার দুই জামাইবাবু বাবাকে ইমারজেন্সিতে ভর্তি করিয়েছে। আমি ওষুধ, ডাক্তার এর মাঝেই আটকে। করোনা টেস্ট, ব্লাড, ইউরিন, এম আর আই সব টেস্ট চলছে। অক্সিজেন লেভেল অনেক কম। তাই সাপোর্টে রাখা হয়েছে।

বিপদ | সন্তোষ ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
সন্তোষ ভট্টাচার্য

বিপদ

নোঙর করব জায়গা পাচ্ছি না,
চারিদিকে কেবল ভিড় আর ভিড়।
এদিকে বিপদ, ফুটো নৌকায় জল ঢুকছে…

নীরব ছন্দে | অজিত কুমার জানা

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
অজিত কুমার জানা

নীরব ছন্দে


এখন আর কবিতা লিখি না, 
কবিতার শব্দ চুরি করে, 
নিজেকে লেখার চেষ্টা করি। 
 

Saturday, September 16, 2023

গহনার পুতুল | সীমা ব্যানার্জী-রায়

বাতায়ন/সাপ্তাহিকী/ধারাবাহিক/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

ধারাবাহিক গল্প

সীমা ব্যানার্জী-রায়

 

গহনার পুতুল

[১ম পর্ব]

 

নিনা। একমাত্র সন্তান। আদরে আহ্লাদে বড় হয়েছে সে। দুঃখের আঁচড় গায়ে লাগতে দেননি মা-বাবা। নিনা বিএ পাশ করার পরই বাবা-মা ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠলেন। মেয়ের বিয়ে হবে। নাতি-নাতনিতে ঘর ভরে উঠবে আনন্দে, এই কামনাই একমাত্র নিনার বাবা-মায়ের মনে।

গ্রহের দশা | অভিজিৎ দাস কর্মকার

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
অভিজিৎ দাস কর্মকার

গ্রহের দশা

একদিন পথ শেষ হয়ে যাবে
গ্রহের দশাও

পথের সন্ধানে কতিপয় অজ্ঞাতনামা 
যুবক; তাদের

সংবেদন | সৃশর্মিষ্ঠা

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
সৃশর্মিষ্ঠা

সংবেদন

একটি পিঁপড়ে জিভ কামড়ালে
বুঝে যাও, তুমি

জন্মাষ্টমী | উদয় মণ্ডল

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
উদয় মণ্ডল

জন্মাষ্টমী

আমরা ছোট্ট শিশু, পেটটাও ভীষণ ছোট
অথচ— খিদের জ্বালা, তোমাদের খিদের মতো।

শব্দভ্রমর | সুশান্ত গঙ্গোপাধ্যায়

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
সুশান্ত গঙ্গোপাধ্যায়

শব্দভ্রমর

তুমুল অশান্তির নকশা
আর অভিমানকে জুড়ে
নিভে যাওয়া এক আগুন তাপ...
আগুন ভিক্ষা, আগুন অন্ন
ক্লিষ্ট দেহের অভিন্ন মাপ

সুখ | মহঃ ইব্রাহিম

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
মহঃ ইব্রাহিম

সুখ

তুমি আসবে বলে ঘরের দরজা খুলে রাখি
ঘর সাজাই বিছানাপত্র গোছগাছ করি
একটা ফুলদানিও কিনে আনি।

পদ্মার কোমর অপারেশন | সৌহার্দ সিরাজ

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
সৌহার্দ সিরাজ

পদ্মার কোমর অপারেশন

দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করলে—
বুঝি কেউ আসছে নতুবা যাচ্ছে
নতুন পুরাতন এটা কোনো বিষয়ই না

সুপ্ত | কেতকী বসু

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
কেতকী বসু

সুপ্ত

হারানো কথা লুকিয়ে থাকে গোপনে
সুযোগ খুঁজে একটু আরাম… শান্তি…
দীর্ঘ ইতিহাসে কালের মূর্তি
ধারাবাহিকতায় কাছে পাওয়ার চরম প্রশান্তি
 
ঘুম ভেঙে নিরুদ্দেশে ছুটে চলা…

বাসনা | ভুবনেশ্বর মন্ডল

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
ভুবনেশ্বর মন্ডল

বাসনা

রোজ ঘুমোতে যাওয়ার আগে
ইচ্ছে করে তোমার সামনে দাঁড়াই
 

প্রশ্ন | কল্যানী মন্ডল

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
কল্যানী মন্ডল

প্রশ্ন

সব প্রশ্নের উত্তর হয় না
সমুদ্রে ভাসমান এক টুকরো পাটাতন
পায় না কূল শুধুই ভেসে যাওয়া...

Saturday, September 9, 2023

ছড়া | মশাদের কথা | দীপ মুখোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

কবিতা [ছড়া]
দীপ মুখোপাধ্যায়

মশাদের কথা


মেসো মশা আর মশা মাসিমার
সক্কাল থেকে মুখখানি ভার
গান গেয়ে গেছে সারারাত ধরে
মশারির কাছে বিনবিন করে।

দিন গোনা

বাতায়ন/সম্পাদকীয়/১ম বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০

সম্পাদকীয়

দিন গোনা


ক্যালেন্ডারের পাতায় শরৎ এসে গেছে, তবুও সোনা রোদের দেখা এখনও মেলেনি। আনন্দময়ীর আগমনের পদধ্বনি মানুষের হৃদয়ে। নাগরিক মন সাধ এবং সাধ্যের সামঞ্জস্য রক্ষার তাগিদে উদয়াস্ত কর্মব্যস্ত। উৎসবের মরশুমে যে যার মতো করে আনন্দ যজ্ঞ আয়োজনের পরিকল্পনায় রত। সকলেই দিন গুনছেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত মহা-ক্ষণ। যদিও বঙ্গে এখন সংবৎসর উৎসব এবং বহু সংখ্যক মানুষই আনন্দ ব্যাকুল।

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)