বাতায়ন/ধারাবাহিক/১ম বর্ষ/২১তম সংখ্যা/১২ই আশ্বিন,
১৪৩০
ধারাবাহিক গল্প
সীমা ব্যানার্জী-রায়
গহনার পুতুল
[৩য় পর্ব]
পূর্বানুবৃত্তি নিনা অভিমান
ভরে পার্থকে তার মানসিক অভাবের কথা বললেও পার্থ পাশ কাটিয়ে গেল। এদিকে
অফিস-সেক্রেটারি ডিভোর্সি, বুদ্ধিমতী প্রিয়া পার্থর মানসিক অশান্তি আন্দাজ করে
পার্থর সান্নিধ্যের জন্য মুখিয়ে ছিল। সুযোগ মতো দুজনেই দুজনের দিকে অগ্রসর হল।
প্রিয়ার বাবা-মা’ও এতে খুশিই হল। নিনাকে ডিভোর্স করে প্রিয়াকে বিয়ে করল পার্থ।
তারপর…
পার্থ নতুন আর
একটা চাকরিতে যোগ দিল। আবার ঘরে ফিরতে দেরি করতে লাগল। প্রিয়া সময় মতো ঘরে ফিরে
পার্থর পথ চেয়ে বসে থাকে!
অনন্যাদেবী নিজের স্বভাব মতোই চলতে লাগলেন, গরিবের মেয়ে বলে প্রিয়াকে তুচ্ছতাচ্ছিল্য
করতে লাগলেন।