বাতায়ন/ধারাবাহিক/সাপ্তাহিকী/১ম
বর্ষ/১৬তম সংখ্যা/১লা ভাদ্র, ১৪৩০
ধারাবাহিক
গল্প
সাগরিকা রায়
ঋণী
[প্রথম পর্ব]
দূর থেকে মোহনাকে দেখে একটা দাঁড়িয়ে থাকা বাসের আড়ালে চলে যাচ্ছিল
কর্ণ। মোহনা দেখে ফেলে চেঁচাল, “যাবেন না, যাবেন না! দেখে ফেলেছি আপনাকে!” মেয়েটা এত
বিশ্রি ভাবে চেঁচাচ্ছে! কর্ণ আশেপাশের লোকজনের সন্দিহান দৃষ্টি থেকে বাঁচতে বাসের আড়াল
থেকে বেরিয়ে মোহনার মুখোমুখি হয়ে পড়ল। স্টেপ কাট চুলে বার্গান্ডির আভা, মাজা রঙে উত্তেজনার
রক্ত ছাপ! ফুল স্লিভ টপ আর ফেডেড জিন্সের এই মহিলাটি ভীষণ ভাবে উত্ত্যক্ত করছে কর্ণকে।
কেন যে মরতে এটার সঙ্গে দেখা হয়েছিল!
পিঠের ব্যাগ সামলে কর্ণ তাকাল, “বলুন”।
“বলুন! বলুন মানে কী? কী বলব আপনি জানেন না?”
কর্ণ শান্ত স্বরে বলল, “জানি না।”