বাতায়ন/সম্পাদকীয়/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
সম্পাদকীয়
অসির থেকে মসি শ্রেয়
পঞ্জিকাতে সদ্য বসন্তের
প্রথম পর্ব শেষ হল। ইতিমধ্যেই রুদ্রদেব তার ভয়ংকর অস্তিত্বের কথা জানান দিচ্ছেন। বিগত
কয়েক বছরের অভিজ্ঞতায় তার ভয়াল রুদ্ররূপ স্মরণ করলে শিউরে উঠতে হয়। দিনদুপুরে গা ছমছম
করে।